এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১৭ জুন : তুচ্ছ ঘটনা নিয়ে হাঁসুয়ার দিয়ে প্রতিবেশী পরিবারকে কোপানোর অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার কাঁকুরহাটি গ্রামের এক পরিবারের বিরুদ্ধে । মারধর ও হাঁসুয়ার কোপে জখম হয়েছেন বর্নালী ঘোষ (৩০), ধানু ঘোষ (৩০) এবং কড়ি ঘোষ (৩৬) নামে তিনজন । তারা কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । অভিযুক্তরা হল পাশাপাশি বাড়ির বাসিন্দা ধানু ঘোষ ও স্বাধীন ঘোষ । ঘটনার কথা মৌখিকভাবে কেতুগ্রাম থানায় জানানো হয়েছে।
জানা গেছে,কাঁকুরহাটি ঘোষপাড়ায় পাশাপাশি বাড়ি ধানু ঘোষ ও স্বাধীন ঘোষদের। স্বাধীন ঘোষদের রান্নার চালাঘরে একটি মাটির উনান ছিল । আজ মঙ্গলবার সকালে পরিবারের মহিলারা রান্না করতে গিয়ে দেখে উনানটি ভাঙা অবস্থায় রয়েছে । স্বাধীনদের সন্দেহ গিয়ে পড়ে প্রতিবেশী ধানু ঘোষদের উপর ।
আহত ধানু ঘোষের অভিযোগ,’সকালে আমরা যখন যে যার নিজের নিজের কাজ করছিলাম তখন হঠাৎ স্বাধীন, কৃপা এবং সাবু ঘোষরা লাঠিসোঁটা ও হাঁসুয়া নিয়ে আমাদের বাড়িতে চড়াও হয়। তারপর উনান ভাঙার অভিযোগ তুলে আমায় মারধর শুরু করে।আমার কাকা ও স্ত্রী বাঁচাতে এলে তাদেরও মারধরের পাশাপাশি হাঁসুয়া নিয়ে কোপায় । অন্য প্রতিবেশীরা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।’ জানা গেছে,ধানু ঘোষ এবং কড়ি ঘোষের শরীরের একাধিক জায়গায় হাঁসুয়ার কোপে ক্ষতবিক্ষত হয়েছে এবং তাদের বেশ কয়েকটি সেলাই পড়েছে ।।

