এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,১৭ জুন : আজ মঙ্গলবার নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হল রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে। হুডখোলা গাড়িতে চড়ে প্রার্থী আলিফা আহমেদ ও সাংসদ জুন মালিয়াকে সাথে নিয়ে তিনি যখন গ্রামের রাস্তায় প্রচারে বের হত তখন বাঁশের ব্যারিকেড করে রাস্তা আটকে রাখে ক্ষিপ্ত জনতা । বেহাল রাস্তা সংস্কারের দাবিতে তুমুল বিক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা । গ্রামবাসীদের বলতে শোনা যায়, ‘রাস্তা নেই, কিছু নেই শুধু ভোটের সময় ভোট চাইতে আসবে ।’ ফলে বেজায় অস্বস্তিতে পড়তে হয় মন্ত্রীকে । যদিও দলীয় কর্মীরা বাঁশের ব্যারিকেড সরিয়ে দিলে ফিরহাদ হাকিম ফের হাত নাড়তে নাড়তে এগিয়ে যান ।
নদিয়ার কালীগঞ্জ বিধানসভার আগামী ১৯ জুন উপনির্বাচন । আজ দলীয় প্রার্থীর প্রচারে গিয়েছিলেন ফিরহাদ হাকিম । কালীগঞ্জ হাটগাছায় জনসভায় বক্তব্য রাখেন তিনি । কিন্তু তার আগে বেহাল রাস্তার কারনে যেভাবে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হল তাতে চরম অস্বস্তিতে পড়ে যান তিনি । গ্রামবাসীরা সাফ জানিয়ে দিয়েছেন, রাস্তা সংস্কার না হলে তারা ভোটই দেবেন না ।।

