এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,১৬ জুন : উত্তরপ্রদেশের হারদোই জেলায়,এহসান খানের মেয়ে আরিবা খানের গুন্ডামির ভিডিও প্রকাশ্যে এসেছে । তারা একটি পেট্রোল পাম্পে এসে গাড়িতে সিএনজি ভরতে এলে পাম্পের সেলসম্যান তাদের নামতে বললে, এহসান খান সেলসম্যানের সাথে তর্ক করে এবং এহসানের মেয়ে তার বুকে রিভলবার তাক করে হুমকি দিয়ে বলে, ‘তোমার পরিবারও তোমার লাশ শনাক্ত করতে পারবে না ।’ ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ।
আসলে, রবিবার (১৫ জুন ২০২৫) সন্ধ্যায় বিলগ্রামের এইচপি পেট্রোল পাম্পে সিএনজি ভর্তি করার জন্য একটি ব্যালেনো গাড়ি থামে। এহসান খান, তার স্ত্রী হাসবানো এবং মেয়ে আরিবা খান গাড়িতে বসে ছিলেন। নিরাপত্তার কথা উল্লেখ করে সেলসম্যান রজনীশ কুমার তাদের গাড়ি থেকে নামতে বলেন। এরপর এহসান খান রজনীশের সাথে তর্ক শুরু করেন।
সেলসম্যান রজনীশ গাড়ি থেকে না নেমে সিএনজি ভর্তি করতে অস্বীকৃতি জানান। ভিডিওতে দেখা যাচ্ছে, তর্কের মধ্যেই রজনীশ এহসান খানকে ধাক্কা দেন। তার মাঝে আরিবা খান গাড়ি থেকে একটি রিভলবার বের করে রজনীশের বুকে ধরে । পাম্পেই এক যুবক আরিবাকে সরিয়ে দেয়। এরপর পরিবার গাড়িতে করে চলে যায়।
পরে সেলসম্যান রজনীশ কুমার পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইন এবং হুমকি ধারায় এহসান খান, তার স্ত্রী হুসনবানো এবং মেয়ে আরিবা খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে । এহসান খানের লাইসেন্সপ্রাপ্ত রিভলবারটি বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।।

