এইদিন স্পোর্টস নিউজ,১৬ জুন : তামিলনাড়ু প্রিমিয়ার লিগ ২০২৫-এর এক ম্যাচে নজিরবিহীন কাণ্ড ঘটেছে । এক বলে তিনবার রানআউট করার সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে ব্যর্থ হয় রবিচন্দ্রন অশ্বিনের দল ডিন্ডিগুল ড্রাগনস। এমন ভুলে মাঠেই হতবাক হয়ে যান অধিনায়ক অশ্বিন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ঘটনাটি ঘটে সিয়েচেম মাদুরাই প্যান্থার্সের ইনিংসের শেষ ওভারে। গুরজাপনিত সিংয়ের ব্যাট থেকে একটি কভার ড্রাইভ আসে। অশ্বিন নিজেই ফিল্ডিং করে প্রথম রানআউটের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয় । পরপর আরও দুটি থ্রো হয়, একটাও সঠিকভাবে স্টাম্পে লাগেনি। ব্যাটসম্যানরা অনায়াসেই তিন রান নিয়ে নেন।
যদিও ম্যাচ শেষে অবশ্য অশ্বিনের দল ৯ উইকেটে জয় তুলে নেয়। তবুও এক বলেই তিনটি রানআউট মিস এমন দৃশ্য খুব কমই দেখা যায়। ক্রিকেটপ্রেমীরা একে বলছেন, ক্রিকেটের কমেডি অফ এয়ারর্স!
হাস্যকর অথচ অবিশ্বাস্য এক মুহূর্ত ছিল সেটি। ম্যাচের শেষ ওভারে সিয়েচেম মাদুরাই প্যান্থার্সের দুই ব্যাটসম্যান গুরজাপনিত সিং ও এস রাজালিঙ্গম রানের জন্য ছুটছিলেন, আর ডিন্ডিগুল ড্রাগনসের ফিল্ডাররা একের পর এক রানআউটের সুযোগ হাতছাড়া করছিলেন। রবিচন্দ্রন অশ্বিন প্রথমে থ্রো করেন নন-স্ট্রাইকার প্রান্তে স্টাম্প মিস। এরপর আরেকজন ফিল্ডার বল তুলে ছুঁড়ে দেন উইকেটরক্ষক বাবার দিকে বল ফসকে যায়। তাতেও হয়নি শেষ, তৃতীয় রানে ফের রানআউটের সুযোগ এসেছিল সেটাও ব্যর্থ হয় ।।

