প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৭ আগষ্ট : বাম আমলে বর্ধমান পৌরসভার দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন সিপিএম নেতা আইনুল হক । তৃণমূল কংগ্রেসের যাবতীয় আন্দোলন তখন ছিল তাঁরই বিরুদ্ধে । রাজ্যে পালাবদলের কয়েক বছর পর সিপিএম থেকে বহিস্কৃত হয়ে আইনুল হক প্রথমে বিজেপিতে নাম লেখান । পরে বিধানসভা ভোটের আগে তিনি যোগদেন তৃণমূল কঃগ্রেসে ।সেই আইনুল হক এবার বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলীর উপ- পৌরপ্রশাসক হিসাবে নতুন দায়িত্ব পেলেন।আর তা নিয়েই বর্ধমানের তৃণমূল শিবিরে ছড়িয়েছে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ । আইনুল হককে প্রশাসক মণ্ডলী থেকে সরানোর দাবিতে তৃণমূলের কর্মীরা মঙ্গলবার বর্ধমান পৌরসভায় বিক্ষোভও দেখায়।
প্রায় তিন বছর পর বর্ধমান পৌরসভার জন্য গঠিত হল প্রশাসক মণ্ডলী। বিধানসভা নির্বাচন থাকায় এতদিন বর্ধমান পৌরসভার প্রশাসকের দায়িত্ব সামলাচ্ছিলেন মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস ।এদিন তিনি পৌরসভার দায়িত্ব তুলে দেন নবনিযুক্ত প্রশাসক প্রণব চট্টোপাধ্যয় ও উপ-প্রশাসক আইনুল হকের হাতে । তার পরিপ্রেক্ষিতে এদিন ফের বর্ধমান পৌরসভার অলিন্দে পা রাখলেন প্রাক্তন পৌরপতি আইনুল হক।
উপ-প্রশাসক পদে আইনুল হক ছাড়াও বর্ধমান পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আল্পনা হালদারও রয়েছেন। এছাড়াও সদস্য হিসাবে রয়েছেন ডাঃ শঙ্খশুভ্র ঘোষ ও উমা সাঁই ।
বর্ধমান পৌরসভার পাশাপাশি পূর্ব বর্ধমানের কালনা পৌরসভার প্রশাসক পদে রদবদল ঘটানো হয়েছে । কালনা পৌরসভার প্রশাসক পদে এবার দায়িত্ব পেলেন বিদায়ী কাউন্সিলার আনন্দ দত্ত । এতদিন এই পৌরসভার প্রসাসক ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ । মেমারি , কাটোয়া ও দাঁইহাট পৌরসভার নতুন প্রশাসক মণ্ডলী গঠন করা হলেও প্রশাসক পদে কোন বদল ঘটানো হয়নি । তবে এতদিন মেমারি পৌরসভার উপ- প্রশাসক পদে থাকা সুপ্রিয় সামন্তকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।তার জায়গায় উপ-প্রশাসক করা হয়েছে মতুয়া সম্প্রদায়ের কৃষ্ণপদ বিশ্বাসকে । সদস্য হিসাবে রয়েছেন পল্লব চট্টোপাধ্যায় , সন্তোষ বোয়াল ও মনসুরা বেগম । মেমারি পৌরসভায় স্বপন বিষয়ী,দাঁইহাটের শিশির কুমার মন্ডল ও কাটোয়ায় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে সেখানকার পৌর প্রশাসক পদে পুনর্বহাল করা হয়েছে ।
প্রশাসক ও উপ-প্রশাসক পদে বদল নিয়ে জেলার অন্য পৌরসভা গুলিতে ক্ষোভ বিক্ষোভের কোন ঘটনা ঘটেনি । তবে আইনুল হককে নিয়ে ক্ষোভ বিক্ষোভ চরমে উঠেছে বর্ধমানের তৃণমূল শিবিরে। বর্ধমান পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীতে আইনুল হকের নাম ঘোষণা হতেই এদিন ক্ষোভ বিক্ষোভ শুরু যায় বর্ধমান পৌরসভায়। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রবের নেতৃত্বে তৃণমূল কর্মীরা এদিন বর্ধমান পৌরসভায় বিক্ষোভ দেখায় । তাদের দাবি অবিলম্বে আইনুল হককে পৌর প্রশাসক বোর্ড থেকে সরাতে হবে। এই দাবি তুলে তৃণমূল কর্মীরা স্লোগান দেয়। চলে বিক্ষোভ প্রদর্শনও ।
তৃণমূল নেতা আব্দুল রব পৌর প্রশাসক মণ্ডলীতে আইনুল হকের নাম থাকার বিরোধিতা করে বলেন,’এই আইনুল হক বাম জমানায় দীর্ঘদিন পৌরসভার চেয়ারম্যান ছিলেন। সেসময় তিনি তৃণমূলের লোকজনের উপর অত্যাচার করেছেন। পাশাপাশি আইনুল স্বজন পোষণ করে পৌরসভা চালিয়েছে। তৃণমূলের দুর্দিনে কর্মীরা কেউ আইনুল হককে পৌরসভায় কোন পদে মেনে নিতে পারবে না বলেই আজ তাঁরা বিক্ষোভ দেখিয়েছে । যদিও আইনুল হক ক্ষোভ বিক্ষোভ নিয়ে কোন মন্তব্য না করে বিষয়টিকে গুরুত্বই দিতে চান নি ।।