এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৫ জুন : মুর্শিদাবাদের ধুলিয়ানে গুলিবিদ্ধ হয়ে এক বিএসএফ জওয়ানের মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । শনিবার রাত সাড়ে ১০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ানের পাহাড়হাটি এলাকায় বিএসএফ ক্যাম্পে । রতন সিং নামে ওই জওয়ানকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে অনুপ নগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ।
জানা গেছে,বিএসএফের ১১৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান ছিলেন রতন সিং । শনিবার রাতে ধুলিয়ানের শ্মশান সংলগ্ন পাহাড় ঘাটি এলাকায় ক্যাম্পে সহকর্মীর সঙ্গে কোনো কারনে তার বচসা বাধে । সেই সময় রতন সিংকে লক্ষ্য করে নিজের স্বয়ংক্রিয় রাইফেল থেকে পরপর ৬ রাউন্ড গুলি চালায় তার সহকর্মী । খবর পেয়ে শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় । গুলিবিদ্ধ জওয়ানকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ কিন্তু শেষ রক্ষা হয়নি । ঘাতক জওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ ।।

