এইদিন ওয়েবডেস্ক,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),১৭ আগস্ট : বিগত বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে আশানুরূপ ফলাফল করতে পারেনি বিজেপি । পূর্ব বর্ধমান জেলার ফলাফল খুবই হতাশজনক । সেই হতাশা কাটিয়ে উঠে ফের পুরোদমে জনসংযোগ অভিযানে নামলেন পূর্ব বর্ধমানের কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ । মঙ্গলবার পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত ঝাউডাঙ্গা গ্ৰামের বাগপাড়ায় মনসা পূজোয় জলসত্র করে গ্রামবাসীদের পরিষেবা দিতে দেখা গেল বিজেপি কর্মীদের । তাঁদের নেতৃত্ব দেন কৃষ্ণবাবু । মনসা পূজোকে কেন্দ্র করে এদিন তিনি এলাকায় কার্যত জনসংযোগ অভিযান চালান ।
স্থানীয় সুত্রে জানা গেছে,ঝাউডাঙ্গা গ্ৰামের বাগপাড়ার মনসা পূজো শতাব্দী প্রাচীন । ভাদ্র মাসের শেষ পঞ্চমী তিথিতে এই পূজো হয় । গ্রামের মাঠের মাঝে একটি গাছকে দেবী মনসা হিসাব পূজো করেন গ্রামবাসীরা । আছে বলিদান প্রথা । পূজো উপলক্ষে মেলা বসে । বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় । গোটা গ্রাম পূজোয় মেতে ওঠে । তবে করোনা পরিস্থিতির কারনে বিগত দু’বছর ধরে পূজো হলেও বাকি সব অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে ।
জানা গেছে,এদিন ছিল ঝাউডাঙ্গা গ্ৰামের বাগপাড়ার মনসা পূজো । সকাল থেকেই পূজো তলাতে পূন্যার্থীদের ঢল নামে । এদিকে সকালের দিকেই দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে পূজো দিতে চলে যান বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ । মূলত তাঁর নির্দেশে পুজো তলায় একটি জলসত্র খোলা হয় । পাশাপাশি চলে প্রসাদ বিতরনও । স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন কৃষ্ণবাবু । মানুষের সুবিধা অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন । এক কথায় তিনি এদিন পুরোদমে জনসংযোগ অভিযান চালান ।
যদিও এটাকে জনসংযোগ অভিযান হিসাবে মানতে নারাজ কৃষ্ণ ঘোষ । তিনি বলেন, ‘বাগপাড়ার মনসা পূজোর একটা মাহাত্ম্য আছে । এদিন গ্রামের প্রতিটি ঘরে ঘরে পূজো হয় । আমরাও মাতৃ দর্শনের পাশাপাশি পূজো দিতে এসেছিলাম । মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে আমাদের রাজ্যের পাশাপাশি গোটা বিশ্বকে করোনা থেকে মুক্ত করেন ।’ তিনি বলেন, ‘পূজো তলায় গিয়ে দেখলাম প্রখর রোদের কারনে পূন্যার্থীদের পানীয় জলের জন্য সমস্যায় পড়তে হচ্ছিল । তাই জলসত্র খুলে মানুষের কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করেছি মাত্র । পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গে কুশল বিনিময়ও হল ।’।