এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,১৪ জুন : পশ্চিমবঙ্গকে ‘জিহাদি-জঙ্গি-রোহিঙ্গা মুক্ত’ করার আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী আশীষ ঘোষের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় বল্লভপাড়া ঘাট (হাটখোলা বাজার) ও মাটিয়ারি বাজার এলাকায় নির্বাচনী সভা করেন শুভেন্দু অধিকারী । দুটি সভাতেই ছিল উপচে পড়া ভিড় । হাটখোলা বাজারের সভায় শুভেন্দু অধিকারী বলেন,’পশ্চিমবঙ্গকে জিহাদি-জঙ্গি- রোহিঙ্গা মুক্ত করবো । বুথগুলোকে দূর্গ বানান ।’
মাটিয়ারি বাজারের সভাতে তিনি বলেন,’মোথাবাড়ি, ধুলিয়ান, সামশেরগঞ্জ, মহেশতলার বদলা দেবেন তো ? তৃণমূল একটা সাম্প্রদায়িক দল ।’ তিনি বলেন, ‘ওরা যদি সংখ্যালঘু বুথে ৭০০ এর জায়গায় ৬৯৫ টা ভোট নেয়, তাহলে রাষ্ট্রবাদী বুথে ৭০০ এর মধ্যে ৬৯৯ টা কেন পদ্মফুলে দেবেন না ? জাত-পাত-রাজনীতির উর্ধে একবার তাকত দেখান আপনারা । আর ২০২৬-এ বাঙ্গাল কি বারি হ্যায় । গোটা ভারতবর্ষের নরেন্দ্র মোদির রাজত্বে চলে গেছে । দেখবি আর জ্বলবি লুচির মত ফুলবি । নরেন্দ্র মোদির হাত শক্ত করার জন্য দু’নম্বর বোতাম টিপে সব ভোট পদ্মফুলে দেওয়া চাই ।’
প্রসঙ্গত,নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর জেরে উপনির্বাচন হচ্ছে । তৃণমূলের টিকিটে ২০১১ ও ২০২১ সালে জয়ী হয়েছিলেন নাসিরউদ্দিন । গত বিধানসভা নির্বাচনে নাসিরউদ্দিন প্রায় ৪৭ হাজার ভোটে জিতেছিলেন। এ বারের উপনির্বাচনেও রেকর্ড ব্যবধানে দল জিতবে বলে প্রত্যয়ী তৃণমূল । উপনির্বাচনে নাসিরউদ্দিনের মেয়ে আলিফা আহমেদকে প্রার্থী করেছে শাসকদল । ৩৮ বছর বয়সি আলিফা এর আগে কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী করেছে কাবিল উদ্দিন শেখকে । তাকে সমর্থন করেছে বামফ্রন্ট । বিজেপি প্রার্থী আশীষ ঘোষ। এর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন,’কালীগঞ্জে ৫৬.০৭ শতাংশ মুসলিম ভোট আছে । আমরা রাষ্ট্রবাদী সনাতনী ভোটারদেরকে আমাদের পক্ষে রাখার চেষ্টা করব। আর বাকি তো ওরা জানে, যে কাকে ভোট দিলে ওরা ধুলিয়ান এবং সামশেরগঞ্জ করতে পারবে। তাকেই ভোট দেবে।’ আগামী ১৯ জুন নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ২৩ জুন উপনির্বাচনের ফল ঘোষণা হবে ।।

