শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৩ জুন : ঈদের ছুটিতে বাড়ি এসেছিল ভিন রাজ্যে শ্রমিকের কাজ করা দুই কিশোর । দু’একদিনের মধ্যেই তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল । তার আগে বৃহস্পতিবার বিকেলে দুই বন্ধু মিলে বাইকে চড়ে ঘুরতে বের হয়েছিল । কিন্তু মাঝ রাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাদের । দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে । পুলিশ জানিয়েছে, মৃত দুই কিশোরের নাম মুজিবর মোল্লা(১৬) ও আলমগীর মোল্লা(১৭) । দুজনেরই বাড়ি মন্তেশ্বর থানার ভাগরা মূলগ্রাম পঞ্চায়েতে অন্তর্গত তাজপুর গ্রামে। আজ শুক্রবার মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।
জানা গেছে,তাজপুর গ্রামের বাসিন্দা নুর আলম মোল্লার ছেলে আলমগীর মোল্লা এবং কিতাবুল হক মোল্লার ছেলে মুজিবর মোল্লা । হতদরিদ্র পরিবারের সন্তান দুই কিশোর পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়েছিল । ঈদের ছুটি নিয়ে সম্প্রতি তারা বাড়ি ফিরেছিল । দু’এক দিনের মধ্যেই কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য তারা প্রস্তুতিও নিচ্ছিল । তার আগে বৃহস্পতিবার বিকেলে দুই কিশোর একটা বাইকে চড়ে পার্শ্ববর্তী মিরপুরের একটা ধাবায় চা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল । কিন্তু মাঝ রাস্তায় তারা ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিশোরদের বাইকটি মালডাঙ্গা -মেমারি সড়ক পথ ধরে যাওয়ার সময় বিকেল ৪.৩০-৫ টা নাগাদ মধ্যমগ্রামের কাছে একটি ডাম্পারকে ওভারটেক করতে যায় । কিন্তু বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির । দুই কিশোর বাইক নিয়ে রাস্তায় ছিটকে পড়ে । তাদের মাথায় গুরুতর আঘাত লাগে। উলটে যায় টোটোটি । আহত হয়েছে টোটো চালকও । স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে আহত বাইক আরোহী দুই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । মর্মান্তিক এই তাজপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।।

