প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১২ জুন : অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ । তার দায়ে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশী মহিলা।বুধবার রাতে পূর্ব বর্ধমানের কালনা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ওই মহিলার নাম শিল্পি আখতার। বাংলাদেশের বরিশালের খেজুরবাড়ি -দাসপাড়া এলাকায় তাঁর বাড়ি। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ ধৃত মহিলাকে বৃহস্পতিবার কালনা মহকুমা আদালতে পেশ করে।বিচারক ধৃত মহিলাকে ১৪ দিন জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।মহিলা যদিও দাবি করেছেন,তাঁর এক বন্ধু তাঁকে ভারতে পাচার করে নিয়ে এসেছে । তবে মহিলার এই দাবি কতটা সত্য তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে। কালনা শহরের কাছেই রয়েছে ভাগীরথী নদীর খেয়াঘাট । বুধবার রাতে শিল্পী আখতার নামে ওই বাংলাদেশি নাগরিককে সেখান থেকেই গ্রেপ্তার করে কালনা থানার পুলিশ।পুলিশের দাবি, ভারতে প্রবেশ করা বাংলাদেশী মহিলা শিল্পী আখতার পাসপোর্ট বা ভিসা দেখাতে পারেননি। খেয়াঘাট সংলগ্ন এলাকায় তিনি সন্দেহজনক ভাবে ঘোরা ফেরা করছিলেন।স্থানীয়দের মাধ্যমে সেই খবর পেয়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলার কাছে পৌছায়।
জিজ্ঞাসাবাদ মহিলা পুলিশকে জানায় তিনি বাংলাদেশ থেকে এসেছেন। পুলিশ পাসপোর্ট দেখতে চাইলে মহিলা কিছুই দেখাতে পারেন না । এক বন্ধুর কাছে রয়েছে বলে মহিলা জানায়। শুধু তাই নয় । কি উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন সে বিষয়েও শিল্পী আখতার পুলিশের কাছে কিছু খোলসা করেনি বলে পুলিশের দাবি ।
পুলিশ শিল্পী আখতারকে এদিন কালনা মহকুমা আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়ার সময় শিল্পী বলেন,’তাঁর এক বান্ধবী তাঁকে পাচার করে দিয়েছে ।’ তবে কে সেই বান্ধবী, কি তার পরিচয়, কি কারণে তাকে ভারতে পাচার করেছে,তার কোন সদুত্তর শিল্পী আখতার যদিও দিতে পারেনি । এর উত্তর পেতে অবশ্য পুলিশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কেননা পুলিশের জেনেছে,কালনা শহরের কদমতলা এলাকায় যৌনকর্মীদের একটি এলাকা রয়েছে। কেউ শিল্পিকে সেখানে পাচারের পরিকল্পনা করেছিল কিনা,তা পুলিশ খতিয়ে দেখছে।।

