এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,১৭ আগস্ট : লর্ডসের দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে ১৫১ রানে হারিয়ে দিল ভারত । এই জয়ের সাথে সাথে ৫ টেস্ট ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া । সেই সঙ্গে ভারতীয় দল ক্রিকেটের মক্কা লর্ডসে দীর্ঘ ৭ সাল বাদ টেস্ট ম্যাচে জয় পেল । যদিও একটা সময় ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল ইংল্যান্ড ৷ ইংল্যান্ডের বোলারদের দাপটে ভারতীয় দলের প্রধান ব্যাটসম্যানরা প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন । এই পরিস্থিতিতে দলের দলের হাল ধরেন নবম ও দশম স্থানে ব্যাট করতে আসা মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ ৷ অসাধারণ ব্যাটিং করেন এই দুই টেল এন্ডার । শামি ৫৬ রান ও বুমরাহ ৩৪ রানে নট আউট থেকে যান । শামি-বুমরাহ জুটি মোট ৮৯ রান করেন । যার জেরে ভারত ২৭১ রান করে একটা সম্মানজনক জায়গায় পৌঁছোয় ।
অন্যদিকে ২৭২ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড । মাত্র ১ রানের মাথায় তাদের প্রথম উইকেট পড়ে ৷ ইংল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান রোরি ওয়ার্নসের উইকেটটি নেন জসপ্রীত বুমরাহ ৷ দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ শামি । তিনি তাঁর ওভারের চতুর্থ বলে ডোম সিবলিকে প্যাভেলিয়নে ফেরত পাঠান । ভারতের দুই ওপেনিং বোলারের দাপটে ইংল্যান্ডের দুই ওপেনার ব্যাটসম্যানই শুন্য রানেই ফিরতে হয় । তাঁদের সঙ্গ দিলেন ইশান্ত (২/১৩) ও প্রথম ইনিংসে বোলিং করা সিরাজ (৪/৩২) । দেখতে দেখতে চা পানের বিরতির আগে চার উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড । এদিকে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট তখনও একটা দিক আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছিলেন । শেষ পর্যন্ত তিনি বুমরার বাইরে যাওয়া একটি ডেলিভারিকে খোঁচা দিয়ে প্রথম স্লিপে থাকা কোহলীর হাতে সহজ ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফেরত যান ।
খেলার ফাইনাল সেশনে ফের ঘুরে দাঁড়াতে থাকে ইংল্যান্ড । একটা সময় মনে হতে থাকে ম্যাচটি ড্রয়ের দিকে যাচ্ছে । তখনও ১১ ওভার বাকি । ইংল্যান্ডের হাতে রয়েছে ৩ উইকেট ৷ জোস বাটলার ও ওলি রবিনসন তখন ক্রিজে সেট হয়ে গেছেন ৷ তাঁরা ম্যাচটিকে ড্রর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন । ওই অবস্থায় জসপ্রীত বুমরাহর একটি ধীর গতির ডেলিভারিতে বোকা বনে যান ওলি রবিনসন । এরপর মোহম্মদ সিরাজ বাটলার ও এন্ডারসনকে ফেরত পাঠিয়ে দিয়ে ভারতের জয় নিশ্চিত করেন ।।