এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৭ আগস্ট : তালিবানের দখলে আফগানিস্তান চলে যাওয়ার পর আফগান নাগরিকদের জীবন তো সঙ্কটের মধ্যে পড়েছেই । সেই সঙ্গে তালিবান ও পাকিস্তানকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নতুন একটা ভীতির সৃষ্টি হয়েছে । ভয়টা হল, এখন পাকিস্থানের পরমানু বোমার দখল তালিবানের হাতে না চলে যায় । এমনই আশঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডার কর্নেল রিচার্ড ক্যাম্প । তিনি দাবি করেন, পাকিস্তানের সমর্থন ছাড়া আফগানিস্তানের ক্ষমতা দখল করতে সক্ষম হত না তালিবান । এখন তালিবান জঙ্গিরা পাকিস্তানের পরমানু বোমার দখল নিয়ে নিতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন । উল্লেখ্য,আফগানিস্তান ও ইরাকসহ বিশ্বের অশান্ত এলাকাগুলিতে সৈন্যদের নেতৃত্ব দেওয়ার পূর্ব অভিজ্ঞতা রয়েছে রিচার্ড ক্যাম্পের ।
সোমবার জেরুজালেমের অলাভজনক সংস্থা মিডিয়া সেন্ট্রাল আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন রিচার্ড ক্যাম্প । তাঁর বক্তব্যে উঠে আসে তালিবান জঙ্গিদের দ্বারা আফগানিস্তান দখলের প্রসঙ্গও । তিনি বলেন, ‘পাকিস্তানই তালিবানদের তৈরি করেছে । তালিবানদের আর্থিক সাহায্যের পাশাপাশি তাদের সমস্ত প্রকার সমর্থন দিয়েছে পাকিস্থান । পাকিস্থানের সাহায্য ছাড়া তালিবান জঙ্গি সংগঠনের অস্তিত্ব ২০ বছর ধরে টিকে থাকতে পারত না । আফগানিস্তান জয় করতেও পারত না তালিবানিরা ।’ ক্যাম্পের কথায়, ‘নিজেদের দেশের পাশে একটা জিহাদি রাষ্ট্র প্রতিষ্ঠা পাকিস্তানের জন্যও বড় হুমকি হবে ।’
ক্যাম্প বলেন, ‘তালিবানদের আফগানিস্তান বিজয়কে আমদের কাছে সব থেকে বড় অশনি সঙ্কেত । কারন পাকিস্তানের কিছু পারমাণবিক অস্ত্র কেন্দ্রের নিয়ন্ত্রণ তালিবান জিহাদিদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ।’ পাকিস্থানের পাশাপাশি ইরান,চীন ও রাশিয়ার বিরুদ্ধেও তালিবানকে সমর্থনের অভিযোগ তুলেছেন ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন এই কমান্ডার । অন্যদিকে তিনি ভারতকে এই অঞ্চলের এমন একটি সম্ভাব্য দেশ হিসেবে বর্ণনা করা করেছেন, যা আফগানিস্তানে গঠনমূলক ভূমিকা পালন করতে পারে ।।