এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১০ জুন : ইন্দোরের সোনমকাণ্ডের ছায়া মুর্শিদাবাদে৷ প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলার সুবর্ণমবর্গী ডাকবাংলা এলাকায় । মৃতের নাম আলতাফ শেখ(৫৫) পুলিশ মৃতের স্ত্রী ইদোলা বিবিকে আটক করলেও তার প্রেমিক সালাম শেখ চম্পট দিয়েছে । পুলিশ তার সন্ধানে তল্লাশি শুরু করেছে ।
জানা গেছে,ভগবানগোলার সুবর্ণমবর্গী ডাকবাংলা এলাকার বাসিন্দা আলতাফ শেখ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন । মাঝেমধ্যে বাড়ি ফিরতেন । আর সেই সুযোগে প্রতিবেশী সালাম শেখের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন আলতাফের স্ত্রী ইদোলা বিবি ।
জানা গেছে,সম্প্রতি ইদ উলপক্ষে বাড়ি ফেরেন আলতাফ শেখ । বাড়ি ফিরে তিনি তার স্ত্রীর পরকীয়া সম্পর্কের কথা জানতে পারেন । তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় । সোমবার সন্ধ্যায় আচমকা উধাও হয়ে যান আলতাফ, সালাম ও ইদোলা । পরিবারের তরফে তিনজনকেই ফোন করা হয়। কিন্তু ফোনে রিং হলেও কেউ রিসিভ করেনি । আজ মঙ্গলবার সকালে থানায় নিখোঁজ ডায়েরি করা হয় । তার কিছু পরেই ডাকবাংলা এলাকায় একটি পরিত্যক্ত দোকানের পাশ থেকে আলতাফ শেখের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । পরিবারের অভিযোগ, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে মেরে ঝুলিয়ে দিয়েছে ইদোলা বিবি । পুলিশ জানিয়েছে,মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারন স্পষ্ট হবে । একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পাশাপাশি পুলিশ মৃতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ।।

