এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৯ জুন : স্মার্টফোনে বুঁদ তরুন প্রজন্মকে মাঠমুখি করতে উদ্যোগী হল পূর্ব বর্ধমান জেলার কালনা ও ভাতারের ফুটবল প্রশিক্ষণ সংস্থা । এলাকায় ফুটবল প্রতিভা খুঁজতে ওই দুই সংস্থা মিলে আজ সোমবার ভাতারের আলিনগর স্টেডিয়ামে অল্পবয়সী ছেলেমেয়েদের নিয়ে বাছাই শিবিরের আয়োজন করে । জাতীয় দলের প্রাক্তন ফুটবলার তথা জাতীয় দলের প্রাক্তন কোচ তরুণ দে’র তত্ত্বাবধানে এই শিবির হয় । তরুণবাবু কালনার ফুটবল প্রশিক্ষণ সংস্থাটির কর্মকর্তা । এদিন ১২৫ জন ছেলেমেয়ে এই বাছাই শিবিরে নাম নথিভুক্ত করায় বলে জানান তিনি ।
সমগ্র শিবিরের ব্যবস্থাপনায় ছিল ভাতারের জুনিয়র ফুটবল কোচিং সেন্টার । কোচিং সেন্টারের প্রশিক্ষক প্রাক্তন ফুটবলার সোমনাথ সামন্ত ও মুদ্রাস সেডেনরা বলেন,’এলাকার অল্পবয়সী ছেলেমেয়েদের মধ্যে ফুটবল প্রতিভার অভাব নেই । কিন্তু তাদের উৎসাহিত করা ও উপযুক্ত সুযোগ সুবিধার অভাব রয়েছে । তাই আমরা কালনার ওই সংস্থার কাছে সহযোগিতার চেয়েছিলাম । তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । এজন্য আমরা কৃতজ্ঞ।’
উল্লেখ্য,সোমনাথ সামন্ত ও মুদ্রাস সেডেনরা দীর্ঘদিন যাবৎ এলাকার ছেলেমেয়েদের বিনা খরচে ফুটবল প্রশিক্ষণ দিয়ে আসছেন । ভাতার হাইস্কুল মাঠে সপ্তাহে তিনদিন তারা ফুটবল প্রশিক্ষণ দেন । শুধু তাইই নয়, ওই দুই প্রাক্তন ফুটবলার অবিভাবকদের উৎসাহিত করেন তাদের ছেলেমেয়েদের ফুটবল প্রশিক্ষণ নেওয়ার জন্য । শতাধিক ছেলেমেয়ে তাঁদের কাছে প্রশিক্ষণ নেয় । তরুণ দে বলেন,’বর্তমান প্রজন্ম ফুটবলের প্রতি আগ্রহ হারাচ্ছে । এর পিছনে অনেক কারন আছে । খেলাধুলার মাঠ ও পরিকাঠামোর অভাবের কারনে স্মার্টফোনের নেশা পেয়ে বসেছে তাদের । অঅল্পবয়সী ছেলেমেয়েদের এই প্রবণতা থেকে বের করে আনতে একদিকে যেমন অবিভাবকদের সচেষ্ট হতে হবে,পাশাপাশি তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে ।’ তিনি প্রতিভাবানদের বিনা খরচে প্রশিক্ষণ,থাকা খাওয়া এমনকি পড়াশোনার সুযোগ করে দেওয়ারও আশ্বাস দিয়েছেন ।।

