এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,০৮ জুন : কচ্ছপ কেটে মাংস বিক্রির আগেই ২ জনকে হাতেনাতে ধরে ফেললো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকোবা ওপি পুলিশ । পুলিশ জানিয়েছে, আটককৃতরা হল জলপাইগুড়ি কোতয়ালির পাটকাটার ডেমদা পাড়ার বাসিন্দা নীলকান্ত রায় (৩৫) এবং একই এলাকার সঙ্গীপাড়ার বাসিন্দা দিলীপ ওরাওঁ (৩৩) । তাদের কাছ থেকে প্রায় ৩৩ কেজি ওজনের ৩টি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে,আজ রবিবার সকালে রাজগঞ্জ থানার অধীন বেলাকোবা ওপির অন্তর্গত শিকারপুর টি গার্ডেনের দেবী চৌধুরানী মন্দির সংলগ্ন ফাঁকা মাঠে ৩ টি কচ্ছপ নিয়ে অপেক্ষা করছিল ওই দুজন । গোপন সূত্রে খবর পেয়ে বেলাকোবা ওপি পুলিশের একটি দল সেখানে হানা দেয় । তারপর কচ্ছপসহ দু’জনকে আটক করে পুলিশ । পরে পুলিশের কাছ থেকে ঘটনার বিষয়ে খবর পেয়ে বেলাকোবা রেঞ্জ অফিসার চিরঞ্জিৎ পালের নির্দেশে বন বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের ও কচ্ছপগুলিকে হেফাজতে নেয় ।।

