এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,০৭ জুন : কলকাতার গার্ডেনরিচ থানা এলাকার বাসিন্দা রশিদী ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ৩০ বর্ষীয় ওয়াজাহাত খানের বিরুদ্ধে দেবী কামাক্ষা মাতা ও ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠেছে । তার বিরুদ্ধে দিল্লি, আসাম, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট প্রভৃতি রাজ্য মিলে দু’ডজনের বেশি অভিযোগ দায়ের হয়েছে । একই গার্ডেনরিচ থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে । কিন্তু রবিবার (১ জুন ২০২৫) বিকেল থেকে ওয়াজাহাত নিখোঁজ এবং তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে তার পরিবার । ওয়াজাহাত খানকে পাকড়াও করে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে এরাজ্যে ঘাঁটি গেড়ে আছে আসাম পুলিশ । কিন্তু তাকে গ্রেপ্তার করতে পশ্চিমবঙ্গ পুলিশ আদপেই কোনো সহযোগিতা করবে কিনা এনিয়ে ধন্দ্বে আছেন খোদ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা ।
গতকাল এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেছেন,’দেখুন, তার গ্রেপ্তারের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতার ওপর । আসামের আদালতে ইতিমধ্যেই ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে । বাংলায় ক্যাম্প করে আছে আসাম পুলিশ ৷ কিন্তু, আমার সন্দেহ আছে যে পশ্চিমবঙ্গ পুলিশ আমাদের আদপেই সহযোগিতা করবে কিনা ।’
প্রসঙ্গত,অপারেশন সিঁদূর নিয়ে এক পাকিস্থানির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন হরিয়ানার গুরুগ্রামের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও আইনের ছাত্রী ২২ বছরের শর্মিষ্ঠা পনৌলি । সেই সূত্র ধরে কলকাতার গার্ডেনরিচ থানায় তার বিরুদ্ধে ধর্মনিন্দার অভিযোগে একটা মামলা দায়ের করে ওয়াজাহাত খান । যদিও শর্মিষ্ঠা তার সেই বিতর্কিত ভিডিও মুছে দিয়ে ক্ষমাও চেয়ে নেন । কিন্তু তার পরেও গার্ডেনরিচ থানার পুলিশ দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শর্মিষ্ঠাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে রাতারাতি বিমানযোগে কলকাতায় নিয়ে আসে । গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশে জেল থেকে ছাড়া পেয়েছেন শর্মিষ্ঠা । এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু দেব-দেবীদের নিয়ে ওয়াজাহাত খানের ঘৃণামূলক বক্তব্যের পোস্টের স্ক্রীন শর্ট ভাইরাল হয়৷ তারপর একের পর এক বিজেপির শাসিত রাজ্য গুলিতে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় । সবশেষে কলকাতার গার্ডেনরিচ থানায় গায়ের হয় অভিযোগ । কিন্তু, শর্মিষ্ঠাকে গ্রেপ্তারে কলকাতা পুলিশের যতটা সক্রিয়তা দেখা দিয়েছিল ওয়াজাহাত খানের ক্ষেত্রে তেমন সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ উঠছে ।।

