এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ আগস্ট : অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সভাপতি তথা আসামের শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব শেষমেশ তৃণমূলেই যোগ দিলেন । এদিন সোমবারই কংগ্রেস সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন সুস্মিতা দেব । সোনিয়া গান্ধীর কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেন । দলের হোয়াইট অ্যাপ গ্রুপ থেকেও এক্সিট করেন । ট্যুইটারের বায়োগ্রাফিও বদলে ফেলেন । তারপর থেকে তাঁর তৃণমূল কংগ্রেসে যোগদান করা নিয়ে দেশ জুড়ে জোর গুঞ্জন শুরু হয়েছিল । শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হল ।
এদিন কংগ্রেস থেকে পদত্যাগের পর কলকাতার উদ্দেশে রওনা দেন সুস্মিতা । তারপর সোজা কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে চলে আসেন । অভিষেকের সঙ্গে তাঁর প্রায় ঘন্টা দেড়েক আলোচনা হয় । তারপর সুস্মিতা দেবের গলায় উত্তরীয় পড়িয়ে দিয়ে তাঁকে দলে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূলে যোগদানের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য অভিষেকের সঙ্গে নবান্নের উদ্দেশ্যে রওনা হন সুস্মিতা ।
সুস্মিতা দেব ২০১৪ সালের লোকসভা নির্বাচনে শিলচর কেন্দ্রে কংগ্রেসের টিকিটে লড়াই করে সাংসদ হন । তারপর তাঁকে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হয় । আসামের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর সুস্মিতা দেবের পদত্যাগের ফলে জাতীয় কংগ্রেস বেশ কিছুটা ব্যাক ফুটে চলে গেলো । এদিকে সন্তোষ দেবের কন্যাকে দলে টেনে আসামের সংগঠন যথেষ্ট মজবুত হবে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । পাশাপাশি ত্রিপুরাতে সুস্মিতা দেবের প্রাধান্য থাকায় তাঁকে বিপ্লব দেবের রাজ্যেও শক্তিশালী মহিলা মুখ হিসেবে তুলে ধরার পরিকল্পনাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।।