এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ জুন : ‘ঘৃণামূলক বক্তব্যের’ জন্য শর্মিষ্ঠা পানোলিকে কারাগারে পাঠানো ওয়াজাহাত খান নিজেই এখন সমস্যায় পড়েছে। ওয়াজাহাতের বিরুদ্ধেও ঘৃণা ছড়ানো এবং মানুষের ধর্মীয় অনুভূতিতে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। আগে কলকাতা পুলিশ ওয়াজাহাত খানকে খুঁজছিল এবং এখন আসাম পুলিশও তার বাড়িতে পৌঁছেছে। কিন্তু ওয়াজাহাত খান পলাতক বলে জানিয়েছে হিন্দি মিডিয়া আউটলেট ওপি ইন্ডিয়া ।
প্রতিবেদনে বলা হয়েছে,আসাম পুলিশের দল ওয়াজাহাত খানের কলকাতার গার্ডেনরিচের বাড়িতে গিয়েছিল, কিন্তু কাউকে পাওয়া যায়নি। ওয়াজাহাদের বাবা সাদাত খানও বাড়িতে ছিলেন না, যাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল।রবিবার (১ জুন ২০২৫) বিকেল থেকে ওয়াজাহাত নিখোঁজ, এবং তার বাবা দাবি করেছিলেন যে তিনি জানেন না তার ছেলে কোথায় আছে । পুলিশও মনে করছে যে এফআইআর দায়েরের পর থেকে ওয়াজাহাত ‘পলাতক’।
রশিদী ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ৩০ বর্ষীয় ওয়াজাহাত খান কলকাতা-২৪ গার্ডেনরিচ থানার রশিদি ফাউন্ডেশন আর-১৮৬ /এফ পাহাড়পুর রোড এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে উঠেছে দেবী কামাক্ষা মাতা ও ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কটুক্তি করার অভিযোগ । ওয়াজাহাতের বিরুদ্ধে দিল্লি, আসাম, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট প্রভৃতি রাজ্য মিলে দু’ডজনের বেশি অভিযোগ দায়ের হয়েছে । একই গার্ডেন রিচ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। কলকাতা পুলিশ ওজাহাত খানকে দুবার তলব করেছিল, কিন্তু দুবারই সে পলাতক ছিল ।এদিকে গার্ডেনরিচ থানার পুলিশই ওয়াজাহাত খানকে পালাতে সাহায্য করছে বলে সন্দেহ প্রকাশ করে ইতিমধ্যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন(এন এইচ আর সি) কে চিঠি লিখেছে লিগ্যাল রাইটস অবজার্ভেটরি(এল আর ও)৷ এক্স হ্যান্ডেলে সেই তথ্য জানায় এলআরও ।।

