এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ জুন : অবশেষে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টের পর এসডিপিও অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল । বোলপুরের আইসি-কে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। একাধিকবার হাজিরার নোটিস দেওয়া হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান অনুব্রত । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ এই নেতার পুলিশের কাছে হাজিরা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়ায় বলেন, ‘অনুব্রত মণ্ডল কেউ কিছু নয় । যত রেপিস্ট, যত খুনি, যত জঙ্গি, যত জিহাদী, যত রোহিঙ্গা অনুপ্রবেশকারী, যত চোর, তাদের সকলের একমাত্র সুরক্ষাদাত্রী, নির্মাতা এবং ছাতা যিনি হলেন তার নাম হলো মমতা ব্যানার্জি ।’
আজ সন্ধ্যায় কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোলপুর থানার আইসিকে কুকথা বলা অনুব্রত মণ্ডল প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন,’এখানকার পুলিশের কি অবস্থা আমরা সবাই জানি । গুরুগাও চলে যায় একজন ছাত্রীকে তুলে আনার জন্য । কিন্তু টিএমসির এ ক্যাটাগরির নেতা…মমতা ব্যানার্জির খুব ঘনিষ্ঠ… ২২-২৪ জন পুলিশ কর্মী জেড ক্যাটাগরি নিযুক্ত…. রাজ্য সরকারের এসআরটি-এর চেয়ারম্যান, মিনিস্টার র্যাঙ্ক…রাজ্য সরকারের দেওয়া নীলবাতি লাগানো ইনোভা গাড়ি…তিনি বলছেন, ‘আমি তোমার মাকে আর বউকে রেপ করব’ ৷ মদ্যপ অবস্থায় ডিজিকে বলছেন,’এই, রাজীব কুমার, কখন সরাবে ?’ তাকে গ্রেপ্তার না করে মুখ্যমন্ত্রী যেভাবে সুরক্ষা দিচ্ছেন এটা ভাবা যায় না ।’ তিনি বলেন,’অনুব্রত মণ্ডল কেউ কিছু নয় । যত রেপিস্ট, যত খুনি, যত জঙ্গি, যত জিহাদী, যত রোহিঙ্গা অনুপ্রবেশকারী, যত চোর, তাদের সকলের একমাত্র সুরক্ষাদাত্রী, নির্মাতা এবং ছাতা যিনি হলেন তার নাম হলো মমতা ব্যানার্জি ।’
ভাইরাল হুমকি অডিও মামলায় বোলপুর থানার আইসির ফোন বাজেয়াপ্ত করা হলেও অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করেনি পুলিশ । এই প্রসঙ্গে শুভেন্দু বলেন,’পুলিশ অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করবে না । যে মুখ্যমন্ত্রী ডিএম, এসপি, ডিজেপি, চিফ সেক্রেটারিকে বসিয়ে বীরভূমে গিয়ে বলেন যে অনুব্রতর কথায় তোমাদের চলতে হবে । সরাসরি বলেন আমার পার্টির অ্যাসেট আমি ওকে রাজ্যসভা দিতে চেয়েছিলাম, নেয়নি । আশীষ ব্যানার্জিকে চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা । কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মণ্ডলের কাছে । স্বাভাবিক ভাবেই তার মাথায় পুলিশ মন্ত্রী আশীর্বাদ আছে। তার পরামর্শেই অনুব্রত ওখানে গেছে । তার ফোন বাজেয়াপ্ত করার কোন ব্যাপার নাই । ওই বেচারী হালদার, হিন্দু বাড়ির ছেলে, তার দুটো ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তিনি সাসপেন্ডও হবেন ।’
বিরোধী দলনেতা বলেন,’এটা হচ্ছে কারন আমরা হিন্দুরা ঐক্যবদ্ধ নই । আজকে যদি হিন্দুরাও ঐক্যবদ্ধ হয়,ন্যূনতম ৭০ শতাংশ হিন্দু, তাহলে এখানে যে সরকারটা হবে সেই সরকারটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও আসামের মতো সাইজ করবে । এটা করতে গেলে হিন্দুদের এক হতে হবে । শুধু ঘরে বসেই সোশ্যাল মিডিয়া পোস্ট করলে বা কমেন্ট করলে এদের সরানো যাবে না । আমি নন্দীগ্রামে ৬৫ শতাংশ হিন্দুকে এক করে এই মহিলাকে হারিয়েছি । তিনি রাজ্যের একমাত্র অযোগ্য । হিন্দুরা যদি একজোট হয় তাহলে এর সবকিছু নিষ্পত্তি হতে পারে । পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সনাতনীদের আমি আবার বলব আর মাত্র ৮ মাস আছে। ঐক্যবদ্ধ হন । একে হারান । সব ঠিক হয়ে যাবে।’
প্রসঙ্গত,বোলপুর থানার আইসি লিটন হালদারের মা-বউকে ধর্ষণের হুমকি দেওয়া অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে হুমকি, যৌন হেনস্থার মতো একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর হয়েছে । সেই কথোপকথনের অডিও ভাইরাল হলে তৃণমূলের তরফে তাকে ৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলা হয়। সঙ্গে সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়ে ক্ষমাও চেয়ে নেন অনুব্রত । এরপর পুলিশ তাঁকে হাজিরার নোটিস দিলেও বারবার হাজিরা এড়িয়ে যান তিনি । অবশেষে আজ হাজির দেন অনুব্রত মণ্ডল । এজন্য আজ বিকেলে শান্তিনিকেতন থানা চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়।।

