এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৬ আগস্ট : একটি বা দুটি নয়,একসঙ্গে ৩ সন্তান প্রসব করলেন এক গৃহবধূ । বাংলাদেশের নাটোর জেলার একডালা গ্রামের বাসিন্দা ওই বধুর নাম লিপি বেগম(২৫) ৷ এদিন সোমবার সকালে প্রসব বেদনা হলে তাঁকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে আরএমও ডা.আমিনুল ইসলাম সোহেল জানিয়েছেন, স্বাভাবিক প্রসবের মাধ্যমে ওই মহিলা দুইটি মেয়ে ও একটি ছেলের জন্ম দিয়েছেন । বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছে বলে জানিয়েছেন তিনি ।
একডালা গ্রামের বাসিন্দা মাসুদ রানার স্ত্রী লিপি বেগম । হাসপাতাল সুত্রে খবর,এদিন ভোর নাগাদ ওই অন্তসত্ত্বা বধুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । তারপর সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ তিনি স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রথম সন্তানের জন্ম দেন । ১০টায় ৩৬মিনিট দ্বিতীয় সন্তান ও ১০টা ৪২ মিনিটে তৃতীয় সন্তানের জন্ম দেন ওই বধু । চিকিৎসক ডা.আমিনুল ইসলাম জানিয়েছেন,দুটি শিশুর ওজন দুই কেজি ও একটির ওজন দেড় কেজি। মূলত জন্মের সময় শিশুর স্বাভাবিক ওজন আড়াই কেজির মতো হয়। তবে নবজাতকরা সুস্থই আছে বলে তিনি জানান ৷ এদিকে একসাথে তিন সন্তান পেয়ে খুশি মাসুদ রানা, লিপি বেগম ও তাঁদের পরিবারের লোকজন ।।