এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৬ আগস্ট : কাবুল দখলের পর আফগানিস্তানে তালিবানি শাসন নিশ্চিত হয়ে গেল । তালিবানি যোদ্ধারা রাষ্ট্রপতি ভবনের(Presidential Palace of Afghanistan) দখল নিয়ে নিয়েছে । অস্ত্রহাতে তার ছবিও ও ভিডিও পোস্ট করেছে । দেশ জয়ের আনন্দে রাষ্ট্রপতি ভবনের ভিতরেই জঙ্গীদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে । এদিকে রাষ্ট্রপতি আসরফ গনি ইতিমধ্যে কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে নিয়ে দেশ ত্যাগ করে চলে গেছেন । আফগানিস্থানে তালিবানি শাসনের পথ প্রশস্ত হতেই ভয়ে দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়ে গেছে আফগানিদের মধ্যে । কাবুল আন্তর্জাতিক এয়ারপোর্ট (Kabul International Airport) কার্যত বাস স্ট্যান্ডের মত অবস্থা হয়ে দাঁড়িয়েছে । বিমানে ওঠার জন্য আফগানিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে । এদিকে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনকে দায়ি করেছেন সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প । তাঁর কথায়, ‘আমেরিকার ইতিহাসে সব থেকে বড় পরাজয় । আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য বাইডেন দায়ি ।’
আফগানিস্তানের রাষ্ট্রপতির পাশাপাশি উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহের(Amrullah Saleh)ও দেশ ত্যাগের গুঞ্জন উঠেছিল । তবে তিনি এই দাবিকে নস্যাৎ করে দিয়েছেন । একটি ট্যুইট বার্তায় তিনি বলেন, ‘আমি এখনও আমার নিজের জন্মভূমিতে,নিজের মানুষদের সঙ্গেই আছি । বিশেষ কারণ ও উদ্দেশ্যের জন্য । ধার্মিকতায় দৃঢ় বিশ্বাস রেখে পাকিস্তান সমর্থিত নিপীড়ক এবং স্বৈরশাসকদের (তালেবান) বিরোধিতার জন্য ।’
অন্যদিকে আমেরিকার দূতাবাসের কর্মীদের বের করার জন্য আকাশে হেলিকপ্টার উড়তে দেখা গেছে । এদিকে এয়ারপোর্ট ভিড়ে ঠাসা । তাই অবস্থা নিয়ন্ত্রনে আনার জন্য আমেরিকার সেনাকে শুন্যে গুলিও ছুড়তে হয় । পাশাপাশি আমেরিকার সৈন্যরা মানুষের ঢাল তৈরি করে দাঁড়িয়ে থাকে যাতে তাদের বিমানের কোন ক্ষতি না হয় । বর্তমানে আমেরিকা কাবুল বিমানবন্দরের দখল নিয়েছে ও ৬ হাজার সৈন্য নামানোর প্রস্তুতি নিচ্ছে ।
এদিকে কাবুল দখলের আগেই তালিবানরা আফগানিস্তানের ২৬ প্রান্তের দখল নিয়ে নেয় ।
নিমরোজ, জোজান, তখর, কুন্দুজ, সার -ই -পোল, সামঙ্গান, ফারাহ, বাগলান, বদখশান, গজনী, হেরাত, কান্দাহার,বার্গি, হেলমান্দ, জাবুল, উরুজগান, লগার, ঘোর, বালখ, পাকতিয়া, দয়াকুন্ডি, ভার্দক, কুনার, লাগমান, খোস্ত ও নানগারহার প্রভৃতি এলাকা বর্তমানে তালিবানি জঙ্গিদের দখলে চলে গেছে ।।