এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,০৩ জুন : আসামে সীমান্ত দিয়ে ঢোকানো ২ বৃদ্ধকে নিজেদের দেশের নাগরিক বলে স্বীকার করছে না বাংলাদেশ । ওই দুই বৃদ্ধের নাম ইউসুফ আলী (৭০) ও শামসুল হক (৬৫) । ভারতে অনুপ্রবেশের পর ইউসুফ আসামের দড়ং ও শামসুল আসামের চিরাং জেলায় বসবাস করছিল । সোমবার (২ জুন) রাত ৯ টার দিকে বাংলাদেশের লালমনিরহাট উপজেলার পাটগ্রাম রেলস্টেশন থেকে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় । বাংলাদেশের পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান দাবি করেছেন, দুই বৃদ্ধ বাংলাদেশের নাগরিকই নয়, তারা ভারতীয় । বিষয়টি বিজিবিকে জানানোর পাশাপাশি তাদেরকে আমরা নজরদারির মধ্যে রেখেছি। বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুইজন ভারতীয়কে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।
বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর,সপ্তাহ খানেক আগে বুড়িমারী সীমান্ত দিয়ে রাতে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ। তারা প্রথমে বুড়িমারী স্টেশনে ট্রেনে উঠে লালমনিরহাটে পৌঁছায় । এরপর পুনরায় বুড়িমারী স্টেশন অভিমুখে আসার পথে পাটগ্রাম স্টেশনে নামে পড়ে । কিন্তু বার্ধক্যজনিত কারনে স্মৃতিলোপ ও অশিক্ষিত হওয়ায় তারা ঠিক কোন পথে গেলে বাড়ি পৌঁছতে পারবে বুঝতে পারছিল না । যেকারণে উদভ্রান্তের মত তারা ঘুরতে থাকে ৷ শেষে স্থানীয় বাসিন্দারা দুই বৃদ্ধকে উদ্ধার করে । যদিও বাংলাদেশের সংবাদমাধ্যম তাদের কোথায় বাড়ি তা প্রকাশ করেনি । তবে বলা হয়েছে যে দুই বৃদ্ধের দাবি , একটা গাড়ি থেকে মোট ৫ জনকে বাংলাদেশে জোর করে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ। এদের মধ্যে তারা দু’জনও ছিল । এছাড়া অন্য একটি গাড়িতে আরও বেশ কয়েকজনকে পুশ ইন করার জন্য বিএসএফকে প্রস্তুতি নিতে দেখে তারা।।

