এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০২ জুন : মাটিগাড়ায় দুই সম্প্রদায়ের উত্তেজনার ঘটনার প্রতিবাদে আজ সোমবার ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) । শিলিগুড়ির কোথাও কোথাও বনধ সমর্থকদের উপর শক্তি প্রয়োগ করতে দেখা যায় পুলিশকে ৷ যদিও বন্ধ সর্বাত্মক হয়েছে । খোলেনি দোকানপাট । বেসরকারি যানবাহনও চলেনি । এয়ারভিউ মোড়ে যেকটি চারচাকা গাড়ি, বাস, টোটো চলাচল করছিল সেগুলি আটকে দেওয়া হয় । হিলকার্ট রোডে বাস থেকে নিত্যযাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং ব্যাঙ্ক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ । জংশন এলাকার খাবারের হোটেলগুলিকে বন্ধ করে দেওয়া হয়। রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বনধ সমর্থকরা। স্বতঃস্ফূর্ত ভাবে বন্ধ রাখা হয় শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে মাছের আড়ত ।
এদিকে বনধ ব্যর্থ করতে গোটা শিলিগুড়ি শহর জুড়ে নামানো হয়েছিল বিশাল পুলিশবাহিনী । পুলিশ রাস্তায় রাস্তায় অবরোধ তুলতে শক্তি প্রয়োগও করে । ইতিমধ্যে বেশ কয়েকজন বনধ সমর্থনকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে । জলপাইমোড়ে সরকারি বাস আটকে বিক্ষোভ দেখানো কমপক্ষে ১০ জনকে শিলিগুড়ি থানার পুলিশ আটক করেছে বলে জানা গেছে । শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে শুরু করে নৌকাঘাট, জলপাইমোড়, ঝংকার মোড়, হাসমিচক, সেবকরোড, জংশন এলাকায় বনধ সমর্থনকারী প্রচুর মহিলা ও পুরুষ শ্রীরামের ছবি আঁকা গেরুয়া পতাকা হাতে নিয়ে এদিন পথে নামেন ।।

