শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ আগস্ট : সারা দেশের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকেও মহা সমারোহে পালিত হলো ৭৫ তম স্বাধীনতা দিবস । রবিবার স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির ও কোভিড যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল ভাতার বাজারের রবীন্দ্রপল্লি সেবা সমিতি । এদিন সকালে জাতীয় পতাকা উত্তলোনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। তার পর ছিল নানান অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, সহ এলাকার বিশিষ্ঠজনরা। রবীন্দ্রপল্লি সেবা সমিতির পক্ষ থেকে বিধায়ককে সম্বর্ধনা দেওয়া হয়। এলাকার বেশকিছু স্বাস্থ্যকমী ও সেনাকর্মীদের কোভিডযোদ্ধা সন্মান দেওয়া হয়। এর আগে অনলাইনে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছিল রবীন্দ্রপল্লি সেবা সমিতি। এদিন সফলদের পুরস্কৃত করা হয়। সবশেষে হয় রক্তদান শিবির । ৬০ জন স্বেচ্ছায় রক্তদান করেন ।
ভাতার থানার পক্ষ থেকে এদিন যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয় । এদিন সকালে থানা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন ওসি প্রনব বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ওসিসহ পুলিশকর্মীরা । পরে ভাতার থানার পক্ষ থেকে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৫০ জন রোগীর হাতে ফলমূল তুলে দেওয়া হয় । পাশাপাশি বিশেষ এই দিনটিতে এদিন সন্ধ্যা নাগাদ ভাতার বাজার নাসিগ্রাম মোড়ে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথের ঠিক পাশে হাইমাস্ট আলোর সুচনা করেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী । প্রসঙ্গত, ভাতার বাজারের পর্যাপ্ত আলোর ব্যাবস্থা করার জন্য দীর্ঘদিন ধরে দাবি উঠছিল । অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী ।।