কুৎসিত চিন্তা ত্যাগ করে সুচিন্তার কামনায় যজুর্বেদের ৩০। ৩ ও অথর্ববেদের ৬।৪৫।১ অধ্যায়ে এই মন্ত্রের উল্লেখ আছে :
ওম্ বিশ্বানি দেব সবিতদুরিতানি পরা সুব। যদ্ভদ্রং তন্নহা সুব ॥
ওম্ পরোহপেহি মনস্পাপ কিমশস্তানি শংসসি।
পরেহি ন ত্বা কাময়ে বৃক্ষাং বনানি সং চর গৃহেষু গোষু মে মনঃ ॥
ভাবার্থঃ হে সকল জগতের উৎপত্তিকর্তা, সমগ্র ঐশ্বর্য যুক্ত শুদ্ধস্বরূপ সর্বসুখদাতা পরমেশ্বর। আপনি দয়া করে আমাদের সম্পূর্ণ দুর্গুণ, দুর্ব্যসন ও দুঃখ দূর করে দিন। যা কল্যাণকারক গুণ, কর্ম, স্বভাব ও পদার্থ সেই আমাদের দিন।
মন বচন ও কর্মে শুভচিন্তার প্রার্থনা মন্ত্র :
ওম্ ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবা ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ। স্থিরৈরঙ্গৈস্তুষ্টুবাংসস্তনূভ্যিশেম দেবহিতং যদায়ুঃ ॥ [ঋগ্বেদ ১/৮৯।৮]
ভাবার্থঃ হে ঈশ্বর! আমরা যেন তোমার যজন করি, কান দিয়ে শ্লীল ও মঙ্গলময় কথাবার্তা শুনি, চোখ দিয়ে শীল ও মঙ্গলময় দৃশ্য দেখি। তোমার আরাধনাতে যে আয়ুস্কাল ও সুদৃঢ় দেহ প্রয়োজন তা যেন আমরা প্রাপ্ত হই।