এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,০১ জুন : পুলিশ অফিসারের মা-বউকে নিয়ে কুকথা মামলায় আজ রবিবারও হাজিরা এড়িয়ে গেলেন বীরভূমের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জিজ্ঞাসাবাদের জন্য শনিবার তাকে বোলপুর থানায় তলব করা হয়েছিল । কিন্তু নিজে না গিয়ে আইনজীবীদের পাঠান এবং অসুস্থার কথা বলে হাজিরা এড়িয়ে যান । আজ রবিবার ১১টায় অনুব্রতকে হাজিরা দেওয়ার কথা বলে নোটিশ ধরানো হয়েছিল। কিন্তু অনুব্রত মণ্ডল নিজে না গিয়ে মুখ্য পরামর্শদাতা ও তৃণমূলের অশিক্ষক কর্মচারী সংগঠনের রাজ্য সভাপতি দেবব্রত সরকার ওরফে গগন সরকারকে পাঠিয়েছিলেন । তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন,’অনুব্রত মণ্ডল বাড়িতেই আছেন,তবে অসুস্থ,শয্যাশায়ী । বাকি যা জানার পুলিশের কাছে জেনে নিন৷’
প্রসঙ্গত,বোলপুর থানার আইসি লিটন হালদারকে মা-বউ তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে । সেই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় হয় গোটা রাজ্য । ওই অডিওতে হুমকি দিয়ে বলা হয়,’পরশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব । তোর বউ দারুন দেখতে,আমার কাছে নিয়ে এসেছিলি না ? তোকে বার করে নিয়ে আসব….বল বল বল বল বল।’ অন্য প্রান্ত থেকে জিজ্ঞেস করা হয়, ‘আপনি কে বলছেন ?’ উত্তরে বলা হয়, ‘আমি অনুব্রত মণ্ডল বলছি । তোর বউ দারুন দেখতে আমার কাছে নিয়ে এসেছিলি না !’ এই সমস্ত কথাবার্তার মাঝে অনেক অশ্লীল শব্দ প্রয়োগ করা হয়েছে । এরপর হুমকি দেওয়া ওই ব্যক্তি বলেন,’পরশু যখন ডেপুটেশন দেওয়া হবে না, তখন তোকে মারতে মারতে কোয়ার্টার থেকে বের করে নিয়ে আসবো ।’ অন্যপ্রান্তে জিজ্ঞেস করা হয়,’কি হয়েছে, ঘটনাটা কি ?’ উত্তরে অস্রাব্য ভাষা প্রয়োগ করে বলা হয়,’জানিস না কি হয়েছে ? পরশু ডেপুটেশনের ডেট কর । ১৩ হাজার বোলপুরে লোক হয়েছে না ? ১২০০০ লোক হয়েছিল বোলপুরে ?’ উত্তরে বলা হয়, ‘প্রচুর লোক হয়েছিল ।’ এরপরে মা-বউ তুলে অশ্লীল ভাষায় হুমকি দেওয়া হয় আইসিকে । সমগ্র অডিও ক্লিপে একাধিকবার অশ্রাব্য ভাষা প্রয়োগ করা হয়েছে ।
পুলিশ সেই অডিওর ভিত্তিতে শুক্রবার অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। ২টি জামিন অযোগ্য-সহ মোট চারটি ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাঁকে নোটিস পাঠিয়ে থানায় তলব করা হয়। কিন্তু পরপর দু’দিন তিনি হাজিরা এড়িয়ে গেলেন।এখন প্রশ্ন উঠছে যে তাহলে কি অনুব্রত মণ্ডলকে এবার গ্রেপ্তার করবে পুলিশ ?

