এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,৩১ মে : ফের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা চালিয়েছে সংখ্যাগুরু মুসলিমরা । এবারে শুক্রবার বিকাল ৪:০০ নাগাদ এই হামলার ঘটনাটি ঘটেছে বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড় হাড়জি গ্রামে ৷ গ্রামের হালদার বাড়িতে এই হামলায় গুরুতর আহত হয়েছে শিশুসহ ৫ জন।
জানা গেছে,২০২৪ সালের ৫ আগষ্টে শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পর মঠবাড়িয়া বড় হারজি হালদার বাড়ি হিন্দুদের জায়গা জোরপূর্বক দখল নিয়ে বেড়া দিয়েছিল স্থানীয় মুসলিমরা৷ শুধু তাইই নয়,হামলাকারীরা হুমকি দিয়ে বলেছিল,’তোরা ভারতে পালিয়ে যা, না হলে তোদের গোটা পরিবারকে হত্যা করা হবে ।’ যদিও পরিবারটি ভিটেমাটি ছেড়ে যায়নি ।
সেই আক্রোশে গতকাল আনুমানিক ৪ টার দিকে একদল জিহাদি হিন্দু পাড়ায় হামলা করে, এবং হামলাতে শিশুসহ ৫ জনকে মেরে আহত হয়েছে। আহতদের প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় । কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় সকলকে বরিশাল মেডিকেল কলেজে স্থানান্তরিত করে দেওয়া হয় । যদিও আজ শনিবার পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর নেই ।।

