এইদিন বিনোদন ডেস্ক,৩১ মে : কন্নড় ভাষা সম্পর্কে কমল হাসানের বিতর্কিত বক্তব্য এখন চরম আকার নিয়েছে। অভিনেতা একটি বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন যে কন্নড় ভাষার জন্ম তামিল থেকে। এতে কন্নড়রা প্রচন্ড ক্ষুব্ধ হয় । অভিনেতার এই মন্তব্য কয়েকদিন আগের হলেও কিছুতেই কন্নড়দের ক্ষোভ প্রশমিত হচ্ছে না৷ তাদের দাবি কমল হাসানকে তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে । কিন্তু তিনি স্পষ্টতই ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলেই ক্ষমা চাইবো ।
কমল হাসান ক্ষমা চাইতে অস্বীকৃতি জানানোর পর, কর্ণাটকের কন্নড় ও সংস্কৃতি মন্ত্রী শিবরাজ থাঙ্গাডগি বিতর্কিত বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, যদি কমল হাসান প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে কর্ণাটকে তার ছবি নিষিদ্ধ করা হবে। কন্নড় ও সংস্কৃতি মন্ত্রী শিবরাজ থাঙ্গাডগির মতে, কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স (KFCC) এই সিদ্ধান্ত নেবে
তিনি বলেন, চলচ্চিত্র পরিবেশক এবং সিনেমা হল মালিকরাও এই সিদ্ধান্তে সম্মত হয়েছেন যে হাসান ক্ষমা না চাওয়া পর্যন্ত তার ছবি রাজ্যে মুক্তি দেওয়া হবে না । মন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে ‘কন্নড় ভাষা এবং কর্ণাটকের সম্মানের সঙ্গে কোনও আপোষ করা হবে না।’।

