এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১৪ আগস্ট : বৃটিশ আমলের ‘মেটাল বোম’ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য বীরভুম জেলার কাখড়তলা থানার নবসন গ্রামে । জানা গেছে,নবসন গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে অজয় নদ । শনিবার দুপুরে গ্রামের কয়েকজন যুবক অজয় নদীতে স্নান করতে গিয়ে একটা ভারী লোহার সিলিন্ডারের মত দেখতে পায় । তাঁরা সেটিকে নদীর পাড়ে তুলে আনে । ক্রমে ঘটনার কথা জানাজানি হলে বস্তুটিকে দেখতে ভিড় জমে যায় । কিন্তু কয়েকজন গ্রামবাসীর সন্দেহ হলে কাখড়তলা থানায় খবর দেয় । খবর পেতেই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী চলে আসে । এরপর পুলিশ ওই মেটাল বোম্বটি নিরাপদ স্থানে সরিয়ে দেয় । পাশাপাশি জায়গা টি কে বালির বস্তা দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয় । ওই মেটাল বম্বটির ওজন এক টনের মত বলে জানা গেছে ।
কাখড়তলা থানার ওসি জাহিদুল ইসলাম জানান বিষটি জেলা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে ও বীরভূম জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি বৃটিশ ইংরেজ আমলের ফেলে যাওয়া বোম্ব জাতীয় কিছু বিস্ফোরক । উল্লেখ্য, কয়েকমাস আগেও একই ধরনের মেটাল বোম্ব পাওয়া গিয়েছিল দুবরাজপুর থানার লোবা গ্রামের নদীর চর থেকে ।।