এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ মে : কলকাতার শিয়ালদহ রেল স্টেশন চত্বর থেকে একজন চাকরিহারাকে টেনেহিঁচড়ে নিয়ে গেল পুলিশ । আজ শুক্রবার সকালে শিয়ালদহ রেল স্টেশন যখন এই ঘটনা ঘটে তখন সংবাদ মাধ্যমের একাধিক ক্যামেরা সেখানে উপস্থিত ছিল । যে চাকরিহারাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল তিনি ওই পুলিশ কর্মীর উদ্দেশ্যে বারবার একই প্রশ্ন করেন,’স্যার আমাকে নিয়ে যাচ্ছেন কেন বলুন ? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন এবং কেন নিয়ে যাচ্ছেন ? আমার অপরাধ কি ?’
প্রিজন ভ্যানে তোলার পর ওই চাকরিহারাকে যখন এনিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন তখন তিনি বলেন, ‘আমি একজন চাকরি হারা শিক্ষক । আমি শিয়ালদহ রেল স্টেশনে এসেছি । তখন পুলিশ আমাকে বলল আপনি একটু চলুন । এই বলে আমাকে ধরে নিয়ে এসেই প্রিজিন ভ্যানে তুলেছে । আমি জানিনা আমার অপরাধটা কি । আমাকে কিছুই বলা হয়নি ।’
প্রসঙ্গত,মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসএসসি-এর পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করার পর যোগ্য প্রার্থীরা প্রশ্ন তোলেন,কেন তাদের ফের পরীক্ষা দিতে হবে ? আর ফের পরীক্ষায় বসার সরকারি বিজ্ঞপ্তির বিরুদ্ধে আজ শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক চাকরিহারা শিক্ষক ও শিক্ষা কর্মীরা । এদিন সকাল ১১টা থেকে শিয়ালদহ রেল স্টেশনে জমায়েত হন একাংশের আন্দোলনকারীরা। তাদের সেই মিছিল আটকাতে রেলস্টেশন চত্বরে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছিল ।।

