এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ মে : বীরভূম জেলার প্রাক্তন দলীয় সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে ফের বিপাকে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । বৃহস্পতিবার বিকেল থেকে একটা অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হচ্ছে । যে অডিওতে বোলপুর থানার আইসিকে তার মা-বোন তুলে অনুব্রত মণ্ডল অশ্রাব্য ভাষায় গালাগালি করেছেন বলে অভিযোগ । যদিও অডিওটির সত্যতা যাচাই করেনি এইদিন । তবে যে ভাষা প্রয়োগ করা হয়েছে তা শুধু ছাপার অযোগ্যই নয়, হুমকিদাতার ঘৃণ্য মানসিকতার প্রতিফলনও । এদিকে এনিয়ে তীব্র প্রতিক্রিয়া আসছে বিজেপির তরফ থেকে । একজন পুলিশ অফিসারকে এই প্রকার ঘৃণ্য ভাষায় হুমকি দেওয়ার নিন্দা জানিয়ে অনুব্রতকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলেছেন বিজেপি নেতা তরুনজ্যোতি তিওয়ারি । তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন রুদ্রনীল ঘোষও ।
এই বিষয়ে তরুনজ্যোতি তিওয়ারি এক্স-এ লিখেছেন, ‘একটি ভাইরাল অডিওতে শোনা যাচ্ছে যে, TMC নেতা অনুব্রত মণ্ডল বোলপুর থানার IC কে নোংরা ভাষায় গালাগালি করছেন, যেখানে সেই অফিসারের স্ত্রী, মা এবং পরিবার নিয়ে ঘৃণ্য ও কুরুচিকর মন্তব্য করা হয়েছে। এই ভাষা শুধু অপমানজনক নয়, এটা রাজনীতির চূড়ান্ত পচনের পরিচয়। অডিওতে অনুব্রত মণ্ডল স্পষ্টভাবে অফিসারকে মারধরের হুমকি দিচ্ছেন এবং রাজীব কুমারকে ফোন করে বলপুরের IC কে সরানোর নির্দেশ দিচ্ছেন। অনুমান করা হচ্ছে, নিজের নিরাপত্তা ও সম্মানের কথা ভেবে অফিসার নিজেই এই রেকর্ডিং করেছেন।’
তিনি লিখেছেন,’এটা শুধুমাত্র রাজনৈতিক অসভ্যতা নয় — এটা আইনরক্ষকদের ওপর সরাসরি আক্রমণ। পশ্চিমবঙ্গ পুলিশ ও টিএমসি এই ঘটনা চাপা দিলে পশ্চিমবঙ্গের প্রশাসন ও গণতন্ত্রের ওপরই আঘাত আসবে। পশ্চিমবঙ্গ পুলিশকে অবিলম্বে অডিওটির সত্যতা যাচাই করতে হবে এবং সত্যি প্রমাণিত হলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক প্রভাবশালী হলেও কেউ আইনের ঊর্ধ্বে নয়।
মমতা ব্যানার্জিকে নিশানা করে তিনি লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন। তাঁর নীরবতা এমন দুষ্কৃতীদের আরও সাহসী করে তুলবে। আমাদের দাবি : অডিওটির ফরেনসিক যাচাই অবিলম্বে করতে হবে । সত্যি প্রমাণিত হলে অনুব্রত মণ্ডলকে সাসপেন্ড ও গ্রেফতার করতে হবে । অফিসার ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে । টিএমসি নেতৃত্বের পক্ষ থেকে প্রকাশ্যে নিন্দা করতে হবে । আইন ও সম্মান রক্ষায় এখনই পদক্ষেপ নিতে হবে।’
রুদ্রনীল ঘোষ লিখেছেন,’মমতা ব্যানার্জি কেন কেষ্টকে ভালবাসেন তা স্পষ্ট হল এবার। বাচ্চা ও বয়ষ্কদের সামনে এই ভিডিও/অডিও চালাবেন না।সুস্থদের কান থেকে রক্ত বেরোতেও পারে।’ যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এনিয়ে এখনো কোনো মতামত পাওয়া যায়নি ।।

