এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ মে : আজ বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে উঠে এসেছিল “অপারেশন সিঁদুর”-এর প্রসঙ্গ ৷ তিনি বলেছেন, ‘আজ সিঁদুর খেলার বাংলার ভূমিতে এসেছি। তাই সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের নতুন সংকল্প নিয়ে চর্চা হওয়া খুব স্বাভাবিক। ২২ এপ্রিল পহেলগাঁওতে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তারপর পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেও অনেক ক্ষোভ জন্মেছিল। সন্ত্রাসবাদীরা আমাদের বোনেদের সিঁদুর মুছে দেওয়ার স্পর্ধা দেখিয়েছিল। আমাদের সেনারা সিঁদুরের শক্তি দেখিয়ে দিয়েছে। আমরা ওই আতঙ্কবাদীদের মাটিতে মিশিয়ে দিয়েছে যেটা পাকিস্তান কল্পনাও করতে পারেনি।’
যদিও আজকের জনসভায় প্রধানমন্ত্রীর “অপারেশন সিঁদুর”-এর প্রসঙ্গ উত্থাপন কিছুতেই মেনে নিতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আর তিনি প্রধানমন্ত্রীর “অপারেশন সিঁদুর” নিয়ে বক্তব্যের জবাব দিতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করে বসেন । মমতা বলেছেন,‘মোদী কেন নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না?’
এদিকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে সহজ ভাবে নেননি বিজেপি নেতারা । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও যুবনেতা তরুনজ্যোতি তিওয়ারি মুখ্যমন্ত্রীকে সতর্ক করে দিয়ে বলেছেন জনৈক দীপক ঘোষের লেখা একটি বইকে ছাপিয়ে বিতরণ করা হবে । যদিও ওই বইয়ে ঠিক কি লেখা আছে তা তাঁরা স্পষ্ট করেনি৷ আজ সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা মমতা ব্যানার্জির ‘মোদী কেন নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না’ মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন,’এর উত্তর দীপক ঘোষের বইতে পাবেন । উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বের করা হবে । আমি আপনাকে(মমতা ব্যানার্জি) সাবধান করছি । দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব । এই লেবেলে নামবেন না ।’
ঠিক কি বলেছিলেন মমতা ব্যানার্জি ?
আসলে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভার পর তাঁর পালটা জবাব দিতে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা ব্যানার্জি । প্রধানমন্ত্রীর “অপারেশন সিঁদুর” নিয়ে বক্তব্যের জের ধরে মুখ্যমন্ত্রী বলেন,’অপারেশন সিঁদুর নাম রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে এবিষয়ে এখনি কিছু বলব না। বিজেপি বিরোধী দলের প্রতিনিধিরা যখন দেশের হয়ে গলা ফাটাচ্ছে। তখন নির্বাচনী রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসেছেন বিজেপিরই লোক। আগে চাওয়ালা। তারপর চৌকিদার। আর এখন বলছেন সিঁদুর বেচবেন। মা, বোনের সিঁদুর এভাবে বেচা যায় না। প্রত্যেক মহিলা তাঁর স্বামীর হাত থেকে সিঁদুর নেন। এমনভাবে বলছেন মোদি যেন আপনি সকলের স্বামী। মোদি কেন নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না?’
মুখ্যমন্ত্রীর এহেন বিতর্কিত মন্তব্যের কড়া ভাষায় নিন্দা করে তরুনজ্যোতি তিওয়ারি এক্স-এ লিখেছেন,’কাঁচের ঘরে থেকে ঢিল ছুড়তে নেই মাননীয়া। আপনি নোংরা মন্তব্য করলেন আজকে। দীপক ঘোষের বইয়ের এক একটা পাতা যদি বড় করে প্রিন্ট করিয়ে পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পোস্টার এর মত করে লাগিয়ে দেওয়া হয় তাহলে ভালো লাগবে? গরম রসগোল্লার কাহিনী ভালো লাগবে তো? রঞ্জিত ঘোষ চ্যাপটার খোলা হলে ভালো লাগবে তো? মামাতো ভাই বোনের বিয়ে এবং তাদের ছেলে সম্পর্কে বললে ভালো লাগবে তো? নোংরামো করবেন না।’
শুভেন্দু অধিকারী একইভাবে ‘দীপক ঘোষের বইয়ের’ কথা উল্লেখ করে মমতা ব্যানার্জিকে নিশানা করে বলেন, ‘সম্পূর্ণরূপে অসামাজিক । উনিতো সিঁদুর মুছতে ভালোবাসেন । হরগোবিন্দ দাস ও চন্দন দাসের স্ত্রীদের সিঁদুর তো উনি মুছেছেন । ওনার মেহেবুব আলম মুছেছে । মোদীজির সঙ্গে ওনাকে লড়তে হবে না । আমি লড়ে ওনাকে হারিয়ে দিয়েছি । আবার ২৬ শে হারাবো। মোদিজীর সঙ্গে কি লড়বেন ? মোদীজি হলেন গঙ্গা… মহাসমুদ্র । আর উনি কালীঘাটের নালা । কার সঙ্গে কার তুলনা করছেন ?’

