এইদিন ওয়েবডেস্ক,পাকিস্তান,২৯ মে : জম্মু ও কাশ্মীরের বিখ্যাত পর্যটন কেন্দ্র পহেলগামে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী লস্কর-ই-তৈয়বা (এলইটি) কমান্ডার সাইফুল্লাহ কাসুরি পাকিস্তানের একটি রাজনৈতিক সমাবেশে জনসমক্ষে উপস্থিত হয়েছিল । তাকে অন্যান্য সন্ত্রাসীদের সাথে মঞ্চে বসে থাকতে দেখা গেছে । লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা কুখ্যাত সন্ত্রাসবাদী হাফিজ সইদের ছেলে এবং ভারত কর্তৃক ঘোষিত সন্ত্রাসী তালহা সইদও সমাবেশে উপস্থিত ছিল।
খালিদ নামে পরিচিত কাসুরি জনতার উদ্দেশ্যে বলে যে সে মুদাসসির শহীদের নামে এলাহাবাদে একটি কেন্দ্র, রাস্তা এবং হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে । খবর অনুসারে, পহেলগাম হিন্দু নরসংহারের পর ভারতের প্রতিশোধমূলক অভিযান অপারেশন সিঁদুরে খতম হওয়া বেশ কয়েকজন হাই-প্রোফাইল সন্ত্রাসীর মধ্যে মুদাসসির আহমেদ ছিল অন্যতম । সমাবেশে, ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকার ৩২ নম্বর তালহা সাইদও জিহাদি স্লোগানে ভরা একটি জ্বলন্ত বক্তৃতা দেয় ।
উল্লেখ্য, পাকিস্তান মারকাজি মুসলিম লীগ (পিএমএমএল) আয়োজিত এই সমাবেশে উস্কানিমূলক বক্তৃতা দেওয়া হয় এবং ভারতবিরোধী স্লোগান দেওয়া হয়। পাকিস্তানের পারমাণবিক পরীক্ষার বার্ষিক স্মরণে ‘ইউম-ই-তকবীর’ উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে আয়োজিত এক সমাবেশে কাসুরি বলে, আমাকে পহেলগাম সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী বলা হয়েছিল, এখন আমার নাম সারা বিশ্বে বিখ্যাত। পহেলগামের বৈসরানে নৃশংস হামলা চালিয়েছিল কাসুরি। এই ঘটনায়, পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বার সাথে যুক্ত সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর সন্ত্রাসীরা ২৬ জনকে গুলি করে হত্যা করে। তার মধ্যে ২৫ জন হিন্দু পর্যটক । তাদের ধর্ম পরিচয় নিশ্চিত করার পরেই পরিবারের সামনে গুলি করে হত্যা করা হয় ।।

