এইদিন ওয়েবডেস্ক,আলিপুরদুয়ার,২৯ মে : সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদ ও মালদায় হিন্দুদের উপর পরিকল্পিত হামলা হয়েছিল । দুই জেলাতে রাজ্যের শাসকদল ও রাজ্য পুলিশের বিরুদ্ধে উঠেছে বিস্তর অভিযোগ । বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় হিন্দুদের বাড়িঘর ভাঙচুর,লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে । পাশাপাশি বাড়িতে ঢুকে হিন্দু পিতাপুত্রকে বাইরে বের করে এনে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে বারবার পুলিশকে ফোন করা হলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি৷ আজ বৃহস্পতিবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গলাতেও উঠে এল মুর্শিদাবাদ ও মালদায় হিন্দুদের উপর হামলার প্রসঙ্গ । প্রধানমন্ত্রী বলেন,’মুর্শিদাবাদ ও মালদায় যা হয়েছে তা এখানকার সরকারের নির্মমতার উদাহরণ। বাড়িঘর জ্বালানো হয়েছে। পুলিশ তামাশা দেখছে।’
রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই শিক্ষা ব্যবস্থা বরবাদ
রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী । তিনি বলেন,’এরাজ্যে -বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন ।’ রাজ্যের টালমাটাল শিক্ষাব্যবস্থা নিয়েও এদিন সরব হন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আজ পশ্চিমবঙ্গ নানা সংকটে জেরবার। তৃণমূল সরকার বাংলায় হাজার হাজার শিক্ষকের ভবিষ্যত বরবাদ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে পুরো শিক্ষা ব্যবস্থা বরবাদ হয়েছে এই সরকারের আমলে। স্কুলে শিক্ষকের অভাব গরিব ঘরের লক্ষ লক্ষ ছেলেমেয়েকে অন্ধকারে ঠেলে দিয়েছে।’
ওবিসিদের সুবিধা বাংলায় লাঘু হতে দেয় না
এছাড়া চা বাগান ওবিসি ইস্যুতেও রাজ্য সরকারকে নিশানা করেছেন নরেন্দ্র মোদী । তিনি বলেন, ‘,’চা বাগানের শ্রমিকদেরও ছাড়েনি এরা। দুর্নীতির কারণে উত্তরবঙ্গে একটা একটা করে চা বাগান বন্ধ হচ্ছে। শ্রমিকদের হাতে কাজ নেই । পিএফ নিয়ে যা হয়েছে সেটা ঠিক নয়। গরিব মানুষকে টাকা দেওয়া হচ্ছে না। আর তৃণমূল সরকার এই দোষীদের বাঁচাচ্ছে। কিন্তু বিজেপি এটা হতে দেবে না। রাজনীতি নিজের জায়গায়, কিন্তু গরিব-দলিত- পিছিয়ে পড়া শ্রেণী -মহিলাদের সঙ্গে কেন রাজনীতি করছে তৃণমূল? ওবিসি নিয়ে যে যে সুবিধা আছে তা বাংলায় লাগুই হতে দেয় না।আগামী বিধানসভা নির্বাচনে সরকার বদলের ডাক দিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, ‘আজ তুষ্টিকরণ, নারী নির্যাতন, দুর্নীতি থেকে মুক্তি চান বাংলার মানুষ।’।

