এইদিন ওয়েবডেস্ক,কাশ্মীর,২৯ মে : এনকাউন্টারের ভয়ে আত্মসমর্পণ করল কাশ্মীরের শোপিয়ানের ২ সশস্ত্র লস্কর-ই-তৈবা হাইব্রিড সন্ত্রাসী । গতকাল শোপিয়ানের বাসকুচান এলাকায় সেনা, পুলিশ এবং সিআরপিএফ যৌথ অভিযানের সময় ইরফান বশির এবং উজাইর সালাম নামে ওই দুই লস্কর হাইব্রিড সন্ত্রাসী আত্মসমর্পণ করেছে।তাদের কাছ থেকে দুটি একে-৫৬ রাইফেল, ৪ টি ম্যাগাজিন,১২০ রাউন্ড (7.62x39mm), ২ টি হ্যান্ড গ্রেনেড, ২ টি পাউচ প্রভৃতি উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে শোপিয়ান পুলিশ ।
পহলগামের বৈসরন উপত্যকায় হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরদার অভিযান চলছে জম্মু ও কাশ্মীরে। ইতিমধ্যে বেশকিছু কুখ্যাত সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী।চলতি মাসের শুরুতে শোপিয়ানের কেলার এবং পুলওয়ামার ত্রালের নাদার এলাকায় দুটি পৃথক এনকাউন্টারে ছয় সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছিল। খতম সন্ত্রাসীদের মধ্যে ছিল শহিদ কুট্টে নামে লস্করের শীর্ষ কমান্ডার ।
এরই মধ্যে শোপিয়ানে যৌথ অভিযানে দুই লস্কর সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করা হল। পুলিশ জানিয়েছে, ওই সন্ত্রাসবাদীরা এনকাউন্টারের ভয়ে আত্মসমর্পণ করেছে। পুলিশ জানিয়েছে,কাছাকাছি একটি বাগানে সন্ত্রাসীদের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। তাই, এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে ।।

