এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৯ মে : মহম্মদ ইউনূসের নেতৃত্বে ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলি অনৈতিকভাবে শাসন ক্ষমতা কুক্ষিগত করার পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জীবন তীব্র অনিশ্চয়তার মুখে পড়েছে । ফের বাংলাদেশ থেকে এমন একটা খবর আসছে যে সমগ্র মানবতাকে লজ্জিত করবে । বাংলাদেশের মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হরিন্দী গ্রামের বাসিন্দা বৃদ্ধ কিশোর কুমার রায় ওরফে মধু ঠাকুরের বাড়িতে একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে । মঙ্গলবার (২৭ মে) রাতে ডাকাতদল বাড়ির যাবতীয় দামি দামি জিনিসপত্র লুটপাট তো করেছেই, সেই সাথে কিশোরবাবুর বৃদ্ধা স্ত্রীকে গনধর্ষণ করেছে ওই নরপশুর দল । বাধা দিতে গেলে স্বামীর উপর প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতীরা । পরের দিন সকালে কিশোর কুমার রায়কে গুরুতর আহত অবস্থায় এবং তার স্ত্রীকে নগ্ন অচৈতন্য অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা । তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । গতকাল পর্যন্ত খবর যে বৃদ্ধার জ্ঞান ফেরেনি ।
উল্লেখ্য,মহম্মদ ইউনূসের নেতৃত্বে অবৈধ সরকার একদিকে বলছে বাংলাদেশে সংখ্যালুঘুদের নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হিযবুত, জামাত ইসলামি ও বিএনপির মত ইসলামি মৌলবাদী গোষ্ঠীগুলি বাংলাদেশকে হিন্দু শুন্য করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে । সেই উদ্দেশ্যে হিন্দুদের উপর নিরন্তর বিভিন্ন ধরনের নিপিড়ন চলছে বাংলাদেশে । শেখ হাসিনাকে অনৈতিকভাবে উৎখাতের পর এযাবৎ সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে গিয়ে অসংখ্য সনাতনীরা শারীরিক, মানসিক নির্যাতনের পাশাপাশি মিথ্যা মামলায় কারাবরণ করছে । তাদের মধ্যে রয়েছেন নিরীহ হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ অসংখ্য সনাতনী জাগরন জোটের নেতা কর্মীরা।।

