এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৮ মে : মৃত ব্যক্তিদের সম্পত্তি জাল দলিল বানিয়ে আত্মসাতের চেষ্টার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । ধৃতরা হলেন সঞ্জয় প্রসাদ ও সুলোচনা প্রসাদ। তারা কাটোয়া শহরের সার্কাস ময়দান এলাকার বাসিন্দা । কাটোয়া থানার গাঙ্গুলিডাঙ্গার বাসিন্দা সেন্টু রহমান নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় । সেন্টু রহমানের অভিযোগ, তার বাবা জিল্লার সেখ এবং ঠাকুমা আসরুপি বিবি ওরফে আসরফি বিবির নামে কাটোয়া থানার শ্রীখণ্ড মৌজায় তিনটি দাগ নম্বরে মোট ৪৯ শতক জায়গা ওই দম্পতি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছিলেন । মঙ্গলবার রাতে বাড়ি থেকে গ্রেপ্তারের পর আজ বুধবার ধৃত দম্পতিকে কাটোয়া আদালতে তোলা হয় । বিচারক সুলোচনা প্রসাদের জামিন মঞ্জুর করেন। সঞ্জয় প্রসাদকে তিনদিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
সেন্টু রহমান জানিয়েছেন,২০২৪ সালের জুন মাসের প্রথমদিকে তারা তাদের পারিবারিক জমিতে চাষ দিতে গেলে সঞ্জয় প্রসাদ এবং তাঁর স্ত্রী সুলোচনা প্রসাদ বাধা দেন । তাঁরা দাবি করে ওই সম্পত্তি আমার বাবা ও ঠাকুমার কাছ থেকে কিনে নিয়েছে। কিন্তু দলিল দেখতে চাইলে দেখাতে রাজি হননি। পরে খোঁজ নিয়ে বর্ধমান ডিএসআর-২ অফিসে একটি দলিলের হদিশ পান তারা । ৪৫৮৫/২০১৮ নম্বর ওই দলিলের সার্টিফায়েড কপিতে তিনি দেখেন ইংরাজী ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর তারিখে তার বাবা ও ঠাকুমা সুলোচনা প্রসাদের নামে খোশ কোবলা করে গেছেন।
সেন্টু রহমান বলেন,’কিন্তু আমার বাবা ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে এবং আমার ঠাকুমা ২০১৬ সালের আগষ্ট মাসে মারা গেছেন । এছাড়া দলিলে বিক্রেতাদের যে ছবি ব্যবহার করা হয়েছিল তা আমার বাবা বা ঠাকুমার নয় । তখনই বুঝতে পারি যে দলিলটি জাল ।’ এরপর তিনি গত এপ্রিল মাসে সঞ্জয় প্রসাদ এবং সুলোচনা প্রসাদের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান ।
তার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ । অবশেষে মঙ্গলবার রাতে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয় ।।

