এইদিন ওয়েবডেস্ক,ম্যাঙ্গালুরু(কর্ণাটক),২৮ মে : কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে আবারও রক্তের বন্যা বইছে। হিন্দু সংগঠনের কর্মী সুহাস শেঠির হত্যার পর, আব্দুল রহিম নামে একজন পিকআপ ট্রাক চালককে প্রকাশ্য দিবালোকে বাইকে করে আসা আততায়ীরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে । এই ঘটনায় ম্যাঙ্গালোরে এখন চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে,বান্টওয়ালে আব্দুল রহিমের হত্যাকাণ্ডের পর মুসলিম নেতারা কংগ্রেস সরকারের বিরুদ্ধে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন এবং গণহারে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। বলা হচ্ছে যে কংগ্রেসের মুসলিম নেতারা আগামীকাল গণহারে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে যে পদত্যাগপত্রের নেতৃত্বে থাকবেন কংগ্রেস জেলা সংখ্যালঘু শাখার সভাপতি।
সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে আগামীকাল সন্ধ্যায় ম্যাঙ্গালুরুর শাদি মহল হলে একটি সভা অনুষ্ঠিত হবে, যার পরে জেলার কংগ্রেস দলের সাথে সম্পর্কিত মুসলিম নেতারা তাদের সম্মিলিত পদত্যাগপত্র জমা দেবেন।।

