এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ মে : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে নিশানা করতে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে “অপারেশন সিঁদূর”-কেই বিদ্রুপ করে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন । যে ভিডিওতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে একটি সভায় বক্তব্য রাখতে দেখা গেছে । তাকে বলতে শোনা গেছে,’কেউ কেউ আগে হয়তো চায় আর ব্যবসা করতেন । এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন । আগে গরম চা বিক্রি করতেন । এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সিঁদুর বিক্রি করবার জন্য উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পর্যন্ত ছুটে আসছেন । আমার বক্তব্যটা হচ্ছে, এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না । মানুষের মধ্যে ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করার চেষ্টা করবেন না ।’
প্রসঙ্গত, রাজনীতিতে আসার আগে শৈশবে চা বিক্রি করতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি এ কথা নিজেই বিভিন্ন জনসভাতে প্রকাশ্যে এনেছিলেন । পাশাপাশি অপারেশন সিঁদুরের পর এই প্রথমে রাজ্যে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী । তাই উদয়ন গুহ কারুর নাম না নিলেও তার লক্ষ্য যে নরেন্দ্র মোদীর দিকেই ছিল সেটা দিনের আলোর মতো স্পষ্ট৷ এদিকে উদয়ন গুহর এ যেন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সুকান্ত মজুমদার ।
তিনি মমতা ব্যানার্জির কেবিনেটের ওই গুরুত্বপূর্ণ মন্ত্রীর তীব্র সমালোচনা করে লিখেছেন,’মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এমন এক মন্তব্য করেছেন, যা শুধু চূড়ান্ত নিন্দনীয়ই নয়, বরং দেশদ্রোহীতার সামিল!
যখন পুরো দেশ পাকিস্তানপোষিত উগ্র ইসলামী সন্ত্রাসবাদীদের যথাযোগ্য জবাব দিতে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য উদ্যাপন করছে, তখন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উদয়ন গুহ বলছেন, “সিঁদুরের ব্যবসা হচ্ছে।” এই আচরণকে শুধুমাত্র বিকৃত বা অশোভন বলা যথেষ্ট নয়; এটি পহেলগামে ইসলামী সন্ত্রাসবাদী হামলায় নিহত প্রতিটি শহীদের অপমান, ভারতের নিরাপত্তা বাহিনীরও অপমান!’
সুকান্ত আরো লিখেছেন,’প্রধানমন্ত্রীকে অপমান করতে গিয়ে উত্তরবঙ্গের এই তৃণমূল কংগ্রেস মন্ত্রী গোটা দেশকেই অপমান করতে পিছপা হননি। যাঁদের অক্লান্ত পরিশ্রম ও নির্ভীক প্রহরায় আমাদের দেশ সুরক্ষিত থাকে, সেই বীর জওয়ানদের সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের তুলনা যারা ‘ব্যবসা’র সঙ্গে করে, তাদের এই দেশে বসবাস করার কোনও নৈতিক অধিকারই নেই!’
সবশেষে তিনি লিখেছেন,’এই ন্যক্কারজনক ও ঘৃণিত মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উচিত অবিলম্বে উদয়ন গুহকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা। উত্তরবঙ্গ কেবল বাংলার জন্য নয়, বরং গোটা দেশের নিরাপত্তার জন্য একটি অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল। যদি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিজেই দেশবিরোধীদের পক্ষ নিয়ে কথা বলেন, তাহলে তা জাতীয় নিরাপত্তার পক্ষে গভীর উদ্বেগের বিষয় ।’।

