এইদিন ওয়েবডেস্ক,বার্লিন,২৮ মে : জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহানেস ওয়াদেফুহল এক বিবৃতিতে হুমকি দিয়েছেন যে, গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণ অব্যাহত থাকলে বার্লিন তেল আবিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার,ঘোষণা করেছেন যে, জার্মানি মানবিক আইন লঙ্ঘন করে ব্যবহৃত অস্ত্র রপ্তানি করবে না এবং ইসরায়েলের প্রতি তাদের ঐতিহাসিক সমর্থনকে গাজায় মানবিক সংকটকে ন্যায্যতা দেওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়।
ওয়াদেফুহল জোর দিয়ে বলেছেন যে, “ব্যাপক বোমাবর্ষণ এবং খাদ্য ও ওষুধের তীব্র ঘাটতির কারণে গাজার পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে।” জার্মানি, যা এখনও পর্যন্ত ইসরায়েলি নীতির প্রতি সতর্ক অবস্থান গ্রহণ করেছে, সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির চাপের পর এখন ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের আহ্বান জানিয়েছে। উল্লেখ্য,গত কয়েক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে এবং এই অঞ্চলের ২০ লক্ষের বেশি মানুষ খাদ্য ও ওষুধের তীব্র ঘাটতির সম্মুখীন হচ্ছে।।

