এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,২৭ মে : অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরানোর পর বীরভূমে তৃণমূলে ব্যাপক ধ্বস নেমেছে । এই ধ্বস রুখতে সচেষ্ট হওয়ার জন্য অনুব্রতকে নির্দেশ দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । কিন্তু তারপরেও কিছুতেই শাসকদলের ধ্বসভম ঠেকানো যাচ্ছে না । রাজ্য বিজেপির সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে ছবিসহ দাবি করা হয়েছে যে মোদীজির হাত শক্ত করতে এবং তৃণমূলের নৈরাজ্য, অপশাসন, দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বীরভূম সাংগঠনিক জেলার নলহাটি বিধানসভার বিভিন্ন গ্রাম থেকে ৫৫ টি পরিবারের ২৭০ জন মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন । পাশাপাশি একই দিনে মেখলিগঞ্জ বিধানসভার কুচলিবাড়ি অঞ্চলের ১০৯ ব্রহ্মতর চামরারভিটা এলাকায় ১২ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে বলেও দাবি করা হয়েছে । বছর ঘুরলেই এরাজ্যে বিধানসভা নির্বাচন৷ তার আগে বীরভূমের এই ধ্বস শাসকদলের মাথাব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে ।
পাশাপাশি অন্যদিকে, বীরভূমে তৃণমূলকে কার্যত ছন্নছাড়া দেখা যাচ্ছে । রামপুরহাটের পর সোমবার অনুব্রত মণ্ডলের ডাকে মিছিল হল বোলপুরে এই চিত্র ধরা পড়ে । একদিকে হুডখোলা গাড়িতে অনুব্রত মণ্ডল, অন্যদিকে পিছনের গাড়িতে দেখা গেল কাজল শেখ-সহ বাকি তৃণমূল নেতাদের । এমনকি মিছিল শেষে মঞ্চেও ওঠেননি অনুব্রত মণ্ডল । প্রসঙ্গত,বীরভূমের জেলা সভাপতি পদ শূন্য রেখে ৯জনের কোর কমিটি গঠন করে দিয়েছেন মমতা ব্যানার্জি । কমিটির চেয়ারম্যান করা হয়েছে আশিস ব্যানার্জিকে । কোর কমিটিতে অনুব্রত মণ্ডলকে রাখা হলেও জেলা সভাপতির পদ তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে । আর তারপর থেকেই বীরভূমের শাসকদলে দেখা যাচ্ছে ভয়ঙ্কর ধ্বস । শাসকদলের এই ছন্নছাড়া অবস্থা এবং ধ্বসের প্রবাহ যদি অব্যাহত থাকে তাহলে আগামী বিধানসভার ভোটে তৃণমূলের জন্য বীরভূম থেকে যে খুশির খবর আসবে না, এটা স্পষ্ট ।।

