এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,২৬ নভেম্বর ঃ আরএসএসের শাখা সংগঠন সেবা ভারতীর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল কাটোয়ায় । বৃহস্পতিবার কাটোয়ার অগ্রদ্বীপ অঞ্চলের পলশি গ্রামে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অম্বিকানন্দ মহারাজ, আরএসএসের পুর্ব বর্ধমানের তিন সাংগঠনিক জেলার বিভাগ প্রমুখ সুব্রত সামন্ত, বিজেপির পুর্ব বর্ধমান(গ্রামীন) জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ প্রমুখ । এদিন ৩০ জন আরএসএস কর্মী রক্তদান করেন বলে জানা গেছে । চন্দননগরের একটি বেসরকারি ব্লাডব্যাঙ্কের তরফ থেকে ওই রক্ত সংগ্রহ করে নিয়ে যায় ।
সুব্রত সামন্ত বলেন,’করোনা পরিস্থিতিতে কোথাও সেভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে না। ফলে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি রয়েছে৷ তাই আজ আমাদের সংগঠনের তরফ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে । সাধারন মানুষের স্বার্থে ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ নেওয়া হবে