এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,২৬ মে : একের পর এক দেশ ও হিন্দু বিরোধী পোস্ট করা শেখ সাবীর আলী ওরফে রতন নামে এক যুবকের বিরুদ্ধে বর্ধমান সদর থানায় ৫ টি অভিযোগ দায়ের হয়েছে । আজ সোমবার সনাতনী সমাজের পক্ষ থেকে ওই ওই অভিযোগগুলি দায়ের করা হয়েছে বলে জানা গেছে । এই ঘটনায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশসহ বিভিন্ন রাজ্যের একাধিক থানাতেও অভিযোগ জমা পড়েছে বলে জানান অভিযোগকারীরা।
জানা গেছে,শেখ সাবির আলীর বাড়ি বর্ধমান শহরের বাজেপ্রতাপুর এলাকায় । পেশায় মুরগি ব্যবসায়ীয় সাবির আলীর পিবি নিউজ নামে একটি ইউটিউব চ্যানেল চালায় । নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সে এলাকায় ঘুরে বেড়ায় । রবিবার সাবির দেশ এবং হিন্দু বিরোধী একের পর এক পোস্ট করে । একটা পোস্টে সাবির লিখেছে,’বর্ধমানে কিছু খান#র ছেলে হিন্দুত্ব হিন্দুত্ব করে ঝামেলা লাগানোর চেষ্টা করছে তাদের মায়ের ওখানে গুলি করে দেবো।’ অন্য একটা পোস্টে সে লিখেছে,’ভারতবর্ষের মুসলিমদের নিয়ে সরকার তৈরি হয়, ভাবতে হবে আপনাদের ।’ সে লিখেছে,’ভাই ভারতবর্ষের মুসলিমরা ঘুমিয়ে নেই, জেগে আছে।’ বর্ধমানের হিন্দু সাংবাদিকদের উদ্দেশ্যে সে ঘৃণা প্রকাশ করে লিখেছে, ‘সাংবাদিক মানে নিরপক্ষ, বর্ধমানে কিছু সাংবাদিক আছে তারা ধর্মনিরপেক্ষ চলছে না, তারা শুধু হিন্দুত্ব হিন্দুত্ব বলেই চলছে, ভারতবর্ষ সঙ্গে গাদ্দারি করেছে কারা? সেই তথ্য তুলে ধরুন ।’ ‘হিন্দু গার্লফ্রেন্ড’ করার ইচ্ছা প্রকাশ করে সাবির লিখেছে, ‘আমি মুসলিম আমার একটা হিন্দু গার্লফ্রেন্ড লাগবে তাকে সবকিছু ভরিয়ে দেবো।’
যদিও ওই সমস্ত ঘৃণামূলক ও সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট নিয়ে বিতর্কের সৃষ্টি হতেই সেখ সাবির আলি তার পোস্টগুলি ডিলিট করে দেয় । কিন্তু তার মধ্যেই তার পোস্টগুলির স্ক্রীন শর্ট ব্যাপক ভাইরাল হয়ে যায় জেলা জুড়ে । এদিন হিন্দু সমাজের পক্ষ থেকে সুমিত দত্ত বলেন,’আমরা হিন্দু, মুসলিম সবাই আমরা যে যার মত ধর্ম পালন করি। শেখ সাবীর আলি ওরফে রতন মুরগির মাংস বিক্রি করত। সে গতকাল একটি ফেসবুক পেজে ভিন্ন ভিন্ন পোস্ট করে এবং কিছু অপরাধমূলক কথাবার্তা বলতে থাকে। সে বিভিন্ন হিন্দু বিরোধী পোস্ট করে যা হিন্দু সমাজের অনুভুতিতে আঘাত লেগেছে । ওই সব পোস্টে সে কুরুচিকর মন্তব্য করেছে । তিনি তার পোস্টে অশ্লীল গালি ও নারীবিদ্বেষ প্রকাশ পেয়েছে, যার মাধ্যমে নারীসমাজকে লাঞ্ছিত করার প্রচেষ্টা করা হয়েছে। উপরন্তু এটি একটি হত্যার প্রকাশ্য হুমকি যা জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টির জন্য যথেষ্ট। সাবির আলি মা বোনদের নিয়েও কথা বলেছে । হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করেছে এবং দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। আজ আমরা বর্ধমান সদর থানায় সনাতনী সমাজের পক্ষ থেকে অভিযোগ জানিয়ে গেলাম। যদি ৪৮ ঘণ্টার মধ্যে ঐ ব্যক্তিকে গ্রেফতার না করা হয় তাহলে আমরা হিন্দু সনাতনী সমাজ বর্ধমান শহরকে অবরুদ্ধ করব। গোটা ভারতবর্ষ জুড়ে অভিযোগ জমা হচ্ছে বিভিন্ন থানায়।’
এদিকে বেগতিক বুঝে শেখ সাবির আলী আজ সাফাই দিয়েছে যে তার ফেসবুক নাকি হ্যাক করা হয়েছে এবং ফেসবুক সম্পর্কে তার বিশেষ জ্ঞান নেই । সকালের দিকে একটা পোস্টে সাবির আলি লিখেছে, ‘নমস্কার আমি পিবি নিউজের সাংবাদিক সেখ রতন বলছি। গতকাল থেকে যে সমস্ত পোস্ট হচ্ছে কেন আমি জানিনা । আমার নামে অপবাদ দেওয়া হচ্ছে । আমি ফেসবুক সম্বন্ধে কিছু বুঝি না । আমার ফেসবুককে হ্যাক করা হয়েছে অবিলম্বে যারা লিখছেন তারা তদন্ত করুন । আমি ধর্মনিরপেক্ষ খবর করি । সাংবাদিকতা মানে সবার কাছে সমান। আপনারাও অবিলম্বে তদন্ত করুন ।’।

