এইদিন বিনোদন ডেস্ক,২৬ মে : অভিনেত্রী উরফি জাভেদ তার অভিনয়ের থেকে পোশাকের কারনে সর্বদা সংবাদের শিরোনামে থাকে । প্রায় দিনই অদ্ভুত পোশাকে তাকে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় । একারণে অভিনেত্রীকে একাধিক বার ইসলামপন্থীদের নিশানার মুখে পড়তে হয়েছে । যদিও তিনি তার সমালোচকদের কড়া ভাষায় জবাব দিয়েছেন প্রতিবার । এখন উরফি জাভেদের একটা বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । টাইমস অ্যালজেবরা জানিয়েছে যে উরফি জাভেদ বলেছেন,’আমি কখনোই কোন মুসলিম পুরুষকে বিয়ে করব না। আমি ইসলাম ধর্ম অনুসরণ করি না। আমি ভগবদ গীতা পড়ি ।’ তিনি বলেছেন,’আমার বাবা খুবই রক্ষণশীল ছিলেন। তিনি আমাকে এবং আমার ভাইবোনদের আমাদের মায়ের কাছে রেখে পালিয়ে গিয়েছিলেন । সেই সময় আমার বয়স ছিল ১৭ বছর ।’ তিনি বলেছেন,’আমি এখন ভগবদ গীতা পড়ছি। আমি কেবল সেই ধর্ম [হিন্দু ধর্ম] সম্পর্কে আরও জানতে চাই।’
প্রসঙ্গত,সনাতন ধর্মের প্রতি অভিনেত্রী উরফি জাভেদের দুর্বলতার প্রকাশ এই প্রথম ঘটলো না । এর আগে ২০২২ সালের জানুয়ারি মাসে মুম্বাইয়ের বিমানবন্দরে উরফি জাভেদের টি-শার্ট সকলের নজর কেড়েছিল । সেই টি-শার্টে লেখা ছিল,”জাভেদ আখতারের নাতনী নয়” । তার ডান হাতে ছিল শ্রীমদভগবদগীতা । মাঝে একবার গুজব রটেছিল যে তিনি নাকি কোনো অজ্ঞাত হিন্দু যুবককে বিয়েও করেছেন । সেই যুবকের সঙ্গে যজ্ঞকুন্ডের সামনে উরফি জাভেদের ছবি ভাইরালও হয়েছিল । যদিও বিয়ের বিষয়ে কোনো স্পষ্টিকরণ দেননি উরফি । এছাড়া অভিনেত্রীকে মন্দিরেও যেতে দেখা গেছে কয়েকবার৷ তার মধ্যে একটা ভিডিওতে তাকে মুখ ঢেকে হাঁটুর সাহায্যে চলতে চলতে মন্দিরের সিঁড়িতে উঠতে দেখা গেছে তাকে ।
উরফি জাভেদ একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী এবং ইন্টারনেট ব্যক্তিত্ব। ১৯৯৭ সালের ১৫ অক্টোবর লখনউতে জন্মগ্রহণ করেন। তিনি সনি টিভির “বড়ে ভাইয়া কি দুলহানিয়া” অনুষ্ঠানের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি অনন্য ফ্যাশন সেন্স এবং সোশ্যাল মিডিয়া উপস্থিতির জন্য পরিচিত । উরফি বিগ বস ওটিটিতে অংশগ্রহণ করেন এবং “লাভ সেক্স অর ধোখা ২” অনুষ্ঠানের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি তার নামের বানান পরিবর্তন করে শুধু “উরফি” করেছেন বলে খবর ।।

