এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৫ মে : খাবারের সন্ধানে একটা প্লাস্টিকের কৌটোয় মুখ ঢুকিয়ে ছিল একটি পথ কুকুর । তিন চারদিন ধরে ওই অবস্থাতেই এলাকায় ছুটে বেড়াচ্ছিল ওই অবলা প্রাণীটি । অভুক্ত অবস্থায় ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল। অবশেষে খবর পেয়ে কুকুরটিকে কৌটো মুক্ত করে নিশ্চিত মৃত্যুর হাত থেকে কুকুরটির প্রাণ বাঁচালেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মুরাতিপুরের বাসিন্দা এক পশুপ্রেমী যুবক । শেখ আমির নামে ওই যুবকের পশুপ্রেমের এই দৃষ্টান্তের প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারা ।
জানা গেছে,মুরাতিপুর বাসস্ট্যান্ড এলাকায় বাড়ি শেখ আমিরের । স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তার সংসার । হতদরিদ্র পরিবার । অতিকষ্টে সংসার চালানো ও মেয়েদের পড়াশোনার খরচ চালিয়ে তারই মাঝে সামাজিক কর্মকাণ্ড করে বেড়ান তিনি । অবস্থাপন্ন বন্ধুদের সাহায্যের অর্থে দুঃস্থ মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ানোর পাশাপাশি অসুস্থ বা দুর্ঘটনায় জখম পথকুকুর, বানরসহ বিভিন্ন পশুদের চিকিৎসা করে বেড়ান আমির । একারণে প্রায়ই ডাক পড়ে তার ।
জানা গেছে,দিন ৩-৪ আগে মুরাতিপুর এলাকার বাগানিপাড়ায় একটি ক্ষুধার্ত পথকুকুর খাবারের খোঁজে একটা প্লাস্টিকের কৌটোয় মুখ ঢুকিয়েছিল । কিন্তু কৌটোটি কুকুরটির মুখে আটকে যায় । তারপর থেকেই পশুটি মাঠে মাঠে ছুটে বেড়াচ্ছিল । স্থানীয় এক ব্যক্তি ফোন করে বিষয়টি আমিরকে জানালে তিনি আজ রবিবার সেখানে ছুটে আসেন ।
জানা গেছে,কুকুরটি তখন বাদশাহী রোডের পাশে ধান জমির মধ্যে ঘুরে বেড়াচ্ছিল । এদিকে কয়েকদিন ধরে বৃষ্টির কারনে জমিতে জল জমে গেছে । আমির জুতো খুলে এবং প্যান্ট গুটিয়ে সোজা মাঠে নেমে কুকুরটির পিছু নেন । সাথে থাকা ছোট জাল দিয়ে কুকুরটিকে অতিকষ্টে আটকে ফেলেন তিনি । তারপর একটা কাটার দিয়ে কৌটো কেটে কুকুরটিকে মুক্ত করেন । আমির এলাকাবাসীর কাছে আবেদন জানান, এই ধরনের ঘটনা ঘটলে তাকে যেন ফোন করে বিষয়টি জানানো হয়৷ তাতে একটা অবলা প্রাণ বেঁচে যাবে ।।

