এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৫ মে : একদিকে হিজবুত তাহেরী, ইসলামী ছাত্র শিবির এবং এনসিপি-এর মত ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলি বিপুল পরিমান বিদেশী অস্ত্র মজুদ করছে । অন্যদিকে ঢাকার রাজপথে নেমেছে সেনার সাঁজোয়া গাড়ি ও ট্যাঙ্ক । বাংলাদেশের রাজধানী শহরের দুই পক্ষের এই প্রকার প্রস্তুতি সম্ভাব্য ভয়ঙ্কর ঘটনার দিকে ইঙ্গিত দিলেও, ঠিক কি ঘটতে চলেছে তা এখনো স্পষ্ট নয় । তবে “ভয়েস অফ বাংলাদেশি হিন্দাস” এক্স হ্যান্ডেলে যে ইঙ্গিত দেওয়া হয়েছে তা সেদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য ভয়ংকর বিপদসংকেত ।
ওই এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে,’সশস্ত্র মিলিশিয়া হিংসার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঢাকা হুমকির মুখে। হিজবুত তাহেরী, ইসলামী ছাত্র শিবির এবং এনসিপি – উগ্রপন্থী গোষ্ঠীগুলি গুলিস্তান, কাকরাইল, মগবাজার, শাহবাগ, টিএসসি, সেগুনবাগিচা – এই গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বিদেশী অস্ত্র মজুদ করছে বলে জানা গেছে। এরা রাজনৈতিক কর্মী নয়। এরা একটি ব্যক্তিগত সশস্ত্র মিলিশিয়া, যাদের ডঃ মুহাম্মদ ইউনূস সমর্থিত বলে অভিযোগ রয়েছে এবং তারা হিন্দুদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে।’
ঢাকায় সেনার টহলের কথা স্বীকার করেছে বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলিও । তাদের প্রতিবেদন অনুযায়ী, ঢাকায় সরকারি গুরুত্বপূর্ণ যে দফতরগুলিতে সেনার ট্যাঙ্ক ও সাঁজোয়া গাড়ি ঘিরে রেখেছে । যদিও ঢাকা ট্রিবিউন জানিয়েছে যে শুধু ঢাকা নয়,বাংলাদেশের একাধিক জেলাতেই সেনাবাহিনী পৌঁছে গিয়েছে। ট্যাঙ্ক, এপিসি ও জিপ নিয়ে তারা নিয়মিত টহল দিচ্ছে । কেউ কেউ বাংলাদেশে সেনা অভ্যুত্থানের কথা বলছে । যদিও সেনার বক্তব্য, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই এই টহল দেওয়া হচ্ছে। তবে হঠাৎ সেনার এই গতিবিধি বাড়ায়,সন্দিহান সাধারণ মানুষ । তারা চরম আতঙ্কিত অবস্থায় আছে এখন ।
প্রসঙ্গত,গত বছর ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলির আক্রমণের ভয়ে ভারতে পালিয়ে আসেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ এখন মহম্মদ ইউনূসের নেতৃত্বে ওই সমস্ত জঙ্গিগোষ্ঠীগুলির হাতে । তারা যেনতেন প্রকারে নির্বাচন করিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে । নির্বাচন নিয়ে ক্রমাগত চাপ বেড়েই চলেছে ইউনূস সরকারের উপরে। আর এর জেরেই ইস্তফা দেওয়ার কথা বলেছেন মহম্মদ ইউনূস। গতকাল ঘনঘন বৈঠকও হয়। কিন্তু দেশের সাধারণ মানুষ চাইছে যে শেখ হাসিনা ফের ফিরে আসুন । যদিও হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইউনূস ।।