এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১৪ আগস্ট : স্বাধীনতা দিবস উদযাপনের এক দিন আগে দেশ জুড়ে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস'(Partition Horrors Remembrance Day) পালিত হবে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ১৯৪৭ সালের ১৪ অগস্ট ভারত ভাগ হয়েছিল। আলাদা রাষ্ট্র হিসেবে জন্ম হয়েছিল ভারত এবং পাকিস্তানের । সেই ভয়াবহ স্মৃতি আজও বিস্মৃত হয়নি ভারতবাসী । তাই ওই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য উদ্যোগী হলেন প্রধানমন্ত্রী ।
শনিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিভাজনের যন্ত্রনা কখনও ভোলার নয় । লক্ষ লক্ষ ভাইবোনকে হৃদয়হীন ঘৃণা ও হিংসার জন্য ঘরছাড়া হতে হয়েছিল ও অনেককে জীবনও দিতে হয়েছিল । আমাদের ওই সমস্ত মানুষদের স্মৃতিতে ১৪-ই আগস্ট ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।’।