এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,১৪ আগস্ট : গো-সংরক্ষনের বিষয়ে বড়সড় সিদ্ধান্ত নিল অসমের বিজেপি সরকার । রাজ্যসভায় পাস হয়ে গেল প্রাণী সুরক্ষা বিল ২০২১ (The Assam Cattle Preservation Bill, 2021). আইন অনুযায়ী কোনও মন্দিরের ৫ কিলোমিটারের ভিতরে গো-মাংস বেচাকেনার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
শুক্রবার পেশ হওয়া নতুন আইন অনুযায়ী সেই সমস্ত ব্যক্তির দ্বারা গরু জবাই নিষিদ্ধ করা হবে যদি না তিনি নির্দিষ্ট এলাকার রেজিস্টার্ড ভেটেরিনারি অফিসার কর্তৃক প্রদত্ত প্রয়োজনীয় শংসাপত্র সংগ্রহ করেন। এছাড়া রাজ্যের ভিতরে বা বাইরে থেকে গরু পরিবহন করতে গেলে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের কাছে যথাযথ প্রমানপত্র পেশ করতে হবে । অন্যথায় ঘটনার তদন্ত করা হবে । হিন্দু,শিখ, জৈন প্রভৃতি সম্প্রদায় অধ্যুষিত এলাকায় গোমাংস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে । তবে কৃষিকাজের জন্য জেলার ভিতরে গবাদি পশু পরিবহনে কোনও বাধা থাকবে না । নতুন আইন অনুযায়ী কেউ দোষী প্রমানিত হলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার মামলা রজু হবে (All offenses under this new law will be cognizable and non-bailable)। নতুন আইন লঙ্ঘন করলে আট বছর পর্যন্ত জেল এবং পাঁচ লাখ টাকা জরিমানাও হতে পারে ।
বিরোধীদলগুলি এই বিলের তীব্র বিরোধিতা করে ।
যদিও বিল পাসের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘বিলের সংশোধনের জন্য আমরা তৈরি ছিলাম । কিন্তু বিরোধীরা যথাযথ তথ্য পেশ করতে পারেননি । আজ যে বিল পেশ হল সেটা নতুন কিছু নয়,বরঞ্চ ১৯৫০ সালে কংগ্রেস সরকারের আনা আইনের সংশোধিত রূপ মাত্র ।’ সেই সঙ্গে তিনি জানান,এই বিল পেশের পিছনে কোনও অসদ উদ্দেশ্যে নেই । উপরন্তু এই আইনের ফলে সাম্প্রদায়িক সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে ।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, ‘এই আইনের উদ্দেশ্য কাউকে গো-মাংস খাওয়া থেকে বিরত করা নয় । কিন্তু যারা গোমাংস খান তাঁদেরও উচিত অন্যের ধর্মীয় অনুভূতির সম্মান করা । এটা হতে পারে না যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য শুধুমাত্র হিন্দুরাই দায়বদ্ধ । মুসলিম সম্প্রদায়েরও এতে সহযোগ করা উচিত ।’।