এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২২ মে : দুর্নীতি মামলা সকালে চার্জশিট দাখিল হতেই বিকেলে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল ও কংগ্রেস নেতা । হাসপাতালের বেডে চোখ বন্ধ করে শুয়ে থাকার একটা ছবি সহ ওই কংগ্রেস নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,’নমস্কার বন্ধুরা. আমার অনেক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে ফোন আসছে, কিন্তু আমি ধরতে পারছি না। আমার অবস্থা এখন খুবই খারাপ। আমি বর্তমানে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি এবং কারও সাথে কথা বলার মতো অবস্থায় নেই।’
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক এবং আরও পাঁচজনের বিরুদ্ধে ২,২০০ কোটি টাকার ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প অনুমোদনে দুর্নীতির অভিযোগে চার্জশিট দাখিল করেছে সিবিআই । তিন বছর ধরে তদন্তের পর, সিবিআই বিশেষ আদালতে দাখিল করা চার্জশিটে সত্যপাল মালিক এবং আরও পাঁচজনকে আসামি করা হয়েছে ।
গত বছরের ফেব্রুয়ারিতে, মামলার সাথে সম্পর্কিত, সিবিআই সত্যপাল মালিকের বাসভবন এবং আরও ২৯টি জায়গায় অভিযান চালিয়েছিল এবং তল্লাশি চালায়। কর্মকর্তারা জানিয়েছেন, মামলাটি ২,২০০ কোটি টাকার একটি ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্পের (এইচইপি) সিভিল ঠিকাদারী প্রদানে দুর্নীতির সাথে সম্পর্কিত।
২৩শে আগস্ট, ২০১৮ সাল থেকে ২০১৯ সালের ৩০শে অক্টোবর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল থাকা মালিকের বিরুদ্ধে দুটি ফাইল স্বাক্ষরের জন্য ৩০০ কোটি টাকা কাটমানি নেওয়ার অভিযোগ আনা হয়েছিল। এমননি মামলার তদন্তকারী দলকে পর্যন্ত ঘুঁষ দিয়ে মুখ বন্ধ করার প্রস্তাব দিয়েছিল ওই কংগ্রেস নেতা ।।

