এইদিন বিনোদন ডেস্ক,২২ মে : বলিউড অভিনেতা সালমান খানের নিরাপত্তায় বড় ধরনের গাফিলতি ধরা পড়েছে। দুই দিনের মধ্যে, দুজন অজ্ঞাত ব্যক্তি তার বাড়িতে প্রবেশের চেষ্টা করেছিল। এই ঘটনাটি ঘটেছে বান্দ্রায়, যেখানে সালমান খান গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন। খবর অনুযায়ী, মঙ্গলবার (২০ মে, ২০২৫) জিতেন্দ্র কুমার সিং নামে এক যুবক একটি গাড়ির আড়ালে লুকিয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন, কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন এবং বান্দ্রা পুলিশের হাতে তুলে দেন।

পরের দিন রাতে অর্থাৎ ২১শে মে, রাত ৩:৩০ মিনিটে ইশা ছাবরা নামে এক মহিলা লিফটে করে সালমানের বাড়িতে পৌঁছান। রক্ষীরাও তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় । আজ বৃহস্পতিবার সকালে (২২ মে ২০২৫) তাকে গ্রেপ্তার করা হয়। মুম্বাই পুলিশ সালমান খানের বাড়িতে অনুপ্রবেশের দুটি ঘটনাই নিশ্চিত করেছে। বিষ্ণোই গ্যাংয়ের হুমকির কারণে সালমানকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। গত বছরও সালমানের বাড়িতে গুলি চালানো হয়েছিল।।

